X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

আর্জেন্টিনাকে জিতিয়ে যা বলে গেলেন লাউতারো

স্পোর্টস ডেস্ক
১৫ অক্টোবর ২০২১, ১০:১৬আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১০:১৬

হারতে ভুলে গেছে আর্জেন্টিনা! টানা ২৫ ম্যাচ অপরাজিত দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আজ (শুক্রবার) লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে পেরুকে হারিয়েছে আলবিসেলেস্তেরা। ঘরের মাঠে তাদের এই জয়ের নায়ক লাউতারো মার্তিনেস। তার একমাত্র লক্ষ্যভেদেই ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। কঠিন ম্যাচ জিতে তৃপ্ত এই স্ট্রাইকার।

উরুগুয়ের বিপক্ষে আগের ম্যাচে গোল উৎসব করেছিল আর্জেন্টিনা। ৩-০ গোলে জেতার ম্যাচেও একবার স্কোরশিটে নাম তুলেছিলেন লাউতারো। সেই এল মনুমেন্তালে আবার গোল পেলেন এবং এবার তার গোলেই এসেছে গুরুত্বপূর্ণ জয়। ৪৩ মিনিটে হেডে বল জালে জড়ান ইন্টার মিলান স্ট্রাইকার।

ম্যাচটা মোটেও সহজ ছিল আর্জেন্টিনার জন্য। পেরুর কড়া রক্ষণে বারবার ধাক্কা খেয়েছে লিওনেল মেসিরা। তবে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে। লাউতারোর কাছে পূর্ণ পয়েন্ট প্রাপ্তিই গুরুত্বপূর্ণ। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি ছিল অনেকটাই সহজ, অনেক বেশি জায়গা পাওয়া গিয়েছিল। এই ম্যাচটি (পেরুর বিপক্ষে) আমাদের জন্য কিছুটা জটিল হয়ে উঠেছিল, যদিও আমরা জানি কীভাবে (জায়গা) খুঁজে বের করতে হয়।’

এল মনুমেন্তালে লাউতারোর পরিবার এসেছিল খেলা দেখতে। তাদের সামনে গোল করে এবং দলের জয় নিশ্চিত করতে পেরে উচ্ছ্বসিত এই স্ট্রাইকার, ‘আমরা যতবারই মাঠে নামি, ততবারই চেষ্টা করি আমাদের সেরাটা দেওয়ার। কারণ এই জার্সি অনেক বেশি সম্মানের দাবিদার। সবকিছু মিলিয়ে উত্তেজনা কাজ করছে, আমার পরিবার অনেকদিন পর আবারও আমার খেলা দেখতে এসেছে। আজ তারা এখানে আছে। আশা করছি, মানুষজন আমাদের জয়টা উপভোগ করেছে।’

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। ১১ ম্যাচে লিওনেল স্কলানির দলের পয়েন্ট ২৫। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল।

/কেআর/
সম্পর্কিত
ডি মারিয়ার বাংলাদেশে আসা পিছিয়ে যাচ্ছে
কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে কানাডা
মেসিহীন আর্জেন্টিনার সহজ জয়
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক