X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ভারত না নেপাল, সাফের শ্রেষ্ঠত্ব কার?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২১, ১৪:৫৫আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৭:২২

শেষ মুহূর্তে গোল হজমের পর নেপালের সঙ্গে ড্র করে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যেতে হয়েছে বাংলাদেশকে। তা না হলে দীর্ঘ ১৬ বছর পর আজ (শনিবার) মালে জাতীয় স্টেডিয়ামে ট্রফির জন্য লড়াই করার সুযোগ পেতো জামাল ভূঁইয়ারা। এই দুঃখ নিয়ে ভারত বনাম নেপালের ফাইনাল দেখতে হচ্ছে অস্কার ব্রুজনের দলকে। বাংলাদেশ সময় রাত ৯টায় নিজেদের অষ্টম ট্রফির জন্য মাঠে নামতে যাচ্ছে ফেভারিট ভারত। বিপরীতে প্রথমবারের মতো ফাইনালে উঠে তা স্মরণীয় করে রাখার লক্ষ্য নেপালের। ম্যাচটি সরাসরি দেখা যাবে টি স্পোর্টসে।

এবারের সাফে রাউন্ড রবিন লিগ পর্বে ভারত চার ম্যাচে সর্বোচ্চ ৮ পয়েন্ট নিয়ে ফাইনালে ‍উঠেছে। শেষ ম্যাচে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে দুর্দান্ত খেলে ৩-১ গোলের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে তারা। দলটির অধিনায়ক সুনীল ছেত্রী ৩৭ বছর বয়সেও ঝলক দেখাচ্ছেন।  প্রতিযোগিতায় সর্বোচ্চ ৪ গোল করে বয়সকে শুধুই সংখ্যা বানিয়ে রেখেছেন এই স্ট্রাইকার!

আজও যে জ্বলে উঠবেন, তা নিয়ে বাজি ধরার লোকের অভাব হওয়ার কথা নয়। কারণ গুরুত্বপূর্ণ সময়েই তিনি হয়ে ওঠেন আরও ভয়ঙ্কর। ছেত্রীকে নিয়ে তাই আলাদা পরিকল্পনা করতেই হচ্ছে নেপালকে।

আর গতবার তো ঢাকায় ফাইনালে উঠেও ট্রফি জেতা হয়নি ভারতের। হারতে হয়েছিল মালদ্বীপের কাছে। এবারের পুনরুদ্ধারের মিশনে বাড়তি চ্যালেঞ্জও বটে।

তবে এই ম্যাচে ভারতের ডাগ আউটে থাকতে পারছেন না ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাক। আগের ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল, যা দলের জন্য দুঃসংবাদ।

ফিফা র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা দলটি অবশ্য টিম স্পিরিট ধরে রেখেই জিততে চাইবে। দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স ভারতের পক্ষেই কথা বলছে। ছেত্রীর গোলে এবার রাউন্ড রবিন লিগে জয় এসেছে। আর এর আগে নেপালের বিপক্ষে তাদের মাঠে একটিতে ড্র ও জয় পেয়েছে ভারত। শক্তির বিচারে নিঃসন্দেহে স্টিমাকের দল এগিয়ে থাকবে।

তবে কুয়েতি কোচের অধীনে নেপাল জ্বলে উঠছে। সাফের ইতিহাসে এই প্রথমবার ফাইনালে খেলছে তারা। চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে খেলছে ট্রফির জন্য। উইং নির্ভর খেলতে পছন্দ দলটির। যদিও সাফে ২ গোল করা অঞ্জন বিষ্টা দুই হলুদ কার্ডের কারণে আজ মাঠে নামতে পারছেন না। তারপরও দলটির আছে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাওয়ার অদম্য ইচ্ছাশক্তি। সুতরাং মাঠের লড়াই শুরুর আগে ভারত যতই ফেভারিট থাকুক না কেন, নেপালও ছেড়ে কথা বলবে না!

তাই বলা যায়, সাফের শিরোপা নির্ধারণী মঞ্চে অপেক্ষা করছে দারুণ এক লড়াই। সেই লড়াইয়ে ভারতের অষ্টম নাকি নেপালের প্রথম ট্রফি আসছে, তা জানা যাবে আজ রাতেই।

/টিএ/কেআর/
সম্পর্কিত
এ বছর হামজাদের সাফ হচ্ছে না!
‘সাফে আবারও নির্বাচন করবো, বাফুফের সমর্থন পাবো’
পিছিয়ে গেলো নারীদের সাফ
সর্বশেষ খবর
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা গ্রেফতার
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা গ্রেফতার
জোতার মৃত্যুতে ক্লাব বিশ্বকাপে শোকে মুহ্যমান আল হিলাল
জোতার মৃত্যুতে ক্লাব বিশ্বকাপে শোকে মুহ্যমান আল হিলাল
পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা