X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ছাড়পত্র মিলেছে, ব্রাজিলিয়ান সৌরভের অপেক্ষায় আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২১, ২২:৫৩আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ২২:৫৩

ব্রাজিলিয়ান ফুটবলারদের বাংলাদেশে মাঠ মাতানোর ঘটনা নতুন নয়। সেই তালিকায় এবার আবাহনী যোগ করেছে দোরিয়েল্তন নামের এক স্ট্রাইকারকে। দলের সঙ্গে যোগ দিয়েও ছাড়পত্র-সংক্রান্ত ইস্যুতে খেলা হয়নি তার। তবে মাঠে নামলেই এই ব্রাজিলিয়ান দারুণ কিছু উপহার দেবেন, নতুন আশার ফুল হয়ে ফুটবেন, এই প্রত্যাশা আবাহনীর।

গত পাঁচ বছর আবাহনীর ‘নাম্বার নাইন’ হিসেবে খেলছিলেন নাইজেরিয়ার সানডে চিজোবা। এবার তিনি নেই। আক্রমণভাগ ক্ষুরধার করতে আকাশি-নীল জার্সিধারীরা উড়িয়ে এনেছে এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে। কিন্তু দুর্ভাগ্য দোরিয়েল্তনের আন্তর্জাতিক ছাড়পত্র না আসায় স্বাধীনতা কাপের প্রথম ম্যাচে দর্শক হয়ে থাকতে হয়েছে। তবে আশার কথা, ৩১ বছর বয়সী স্ট্রাইকারের খেলতে আর কোনও বাধা নেই। আজই (মঙ্গলবার) ছাড়পত্র এসেছে। ৭ ডিসেম্বর গ্রুপের শেষ ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে দেখা যাবে এই স্ট্রাইকারকে।

ব্রাজিলের ফ্লুমিনেন্সের হয়ে দুই ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে দোরিয়েল্তনের। সবশেষ চীনের পেশাদার লিগের দল সিচুয়ান জিউনিউয়ের হয়ে ধারে খেলে ৫ ম্যাচে ২ গোল করেছেন। সেখান থেকেই ঢাকায় এসেছেন। আবাহনীর কোচ মারিও লেমস প্রথম ম্যাচেই তাকে মাঠে চেয়েছিলেন। কিন্তু ছাড়পত্র জটিলতায় হয়নি তা। তবে এখন মাঠে নামতে সমস্যা নেই।

প্রথম ম্যাচে দোরিয়েল্তনের জায়গায় স্থানীয় মেহেদী হাসান খেলেছেন। স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে একটি গোলও পেয়েছেন মুক্তিযোদ্ধা থেকে আসা এই স্ট্রাইকার। যদিও ব্রাজিলিয়ান স্ট্রাইকার থাকলে জয়ের ব্যবধান আরও বাড়তো বলে মনে করছেন আবাহনীর ম্যানেজার সত্যজিত দাশ রুপু।

কিছুটা পরিতাপের সুরে বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আমরা ২-১ গোলে ম্যাচ জিতেছি (স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে)। ম্যাচে আধিপত্য দেখিয়েছি। কিন্তু দুটির বেশি গোল করতে পারিনি। ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে চেয়েছিলাম প্রথম ম্যাচেই মাঠে নামাতে। কিন্তু হয়নি। তবে ছাড়পত্র আসায় পরের ম্যাচে একাদশে থাকবে। ও খেলতে পারলে দলের আক্রমণভাগ আরও শক্তিশালী হবে। আশা করছি গোলও পাবে।’

এক সপ্তাহও হয়নি বিদেশি ফুটবলাররা এসেছেন। তাই দলের সমন্বয় হতে সময় লাগছে। রুপুর প্রত্যাশা, ‘যত দিন যাবে তত দলের মধ্যে বোঝাপড়াটা ভালো হবে। কলিনদ্রেসও প্রথম ম্যাচ খেলে তেমনটি বলেছে। আশা করছি পরের ম্যাচে দল আরও ভালো খেলবে। আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবো।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
শান্তর সেঞ্চুরিতে গাজীকে উড়িয়ে দিলো আবাহনী
তামিমদের উড়িয়ে সুপার লিগে দারুণ শুরু আবাহনীর
শরিফুলের গতিতে উড়ে গেলো শেখ জামাল
সর্বশেষ খবর
মুশফিকদের বন্ধু ফুটবলার হীরকের অকস্মাৎ মৃত্যু
মুশফিকদের বন্ধু ফুটবলার হীরকের অকস্মাৎ মৃত্যু
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড