X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

নৌবাহিনীকে বিদায় করে অপেক্ষায় পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২১, ১৮:৩৯আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৮:৩৯

কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে হলে বাংলাদেশ নৌবাহিনীর ৩ পয়েন্ট খুব দরকার ছিল। জাতীয় দলের একঝাঁক খেলোয়াড় নিয়েও কাজটি করতে পারেনি সার্ভিসেস দলটি। পুলিশ এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করায় স্বাধীনতা কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো তাদের। পুলিশের সম্ভাবনা এখনও বেঁচে আছে। বসুন্ধরা কিংস-চট্টগ্রাম আবাহনী ম্যাচের ফলের অপেক্ষায় তারা।

‘ডি’ গ্রুপে তিন ম্যাচে ২ পয়েন্ট নৌবাহিনী ও পুলিশের। দুই ম্যাচে ২ পয়েন্ট চট্টগ্রাম আবাহনীরও। এই তিন দলের হেড টু হেডের পয়েন্ট সমান। গোল ব্যবধানে চট্টগ্রাম আবাহনী (০) ও পুলিশ (-১) থেকে পিছিয়ে নৌবাহিনী (-৬)। তাই তাদের বিদায় নিশ্চিত। অন্যদিকে বসুন্ধরা কিংসের বিপক্ষে পয়েন্ট পেলে সেরা আটে উঠবে চট্টগ্রাম আবাহনী। হারলেও তাদের সুযোগ থাকবে, সেক্ষেত্রে অনেক সমীকরণ মেলাতে হবে। তাতে পুলিশের ভাগ্যও নির্ধারণ হবে।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে পাল্টাপাল্টি আক্রমণনির্ভর ম্যাচ হয়েছে। প্রথমার্ধের শুরুর দিকে সুযোগ পেয়েছে দুই দলই। কিন্তু গোলের দেখা পায়নি। ৭ মিনিটে পুলিশ প্রথম সুযোগ পায়। তবে ফরোয়ার্ড এমএস বাবলুর শট ক্রসবারের ওপর দিয়ে গেলে হতাশ হতে হয়। পরের মিনিটে নৌবাহিনীর মামুনুল ইসলামের কর্নারে মহিউদ্দিনের জোরালো হেড গোলকিপার মোহাম্মদ নেহাল ফিরিয়ে দেন।

বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দল। গোল আসেও। দুই দলের দুই বদলি খেলোয়াড় গোলের পেছনে রাখলেন অবদান। ৫২ মিনিটে বদলি সাহেদুল আলমের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের নিচু শটে পুলিশকে এগিয়ে নেন বাবলু।

৭৩ মিনিটে সমতায় ফেরে নৌবাহিনী। বদলি জাহিদ হোসেনের নিচু ফ্রি কিক জোরালো শটে ক্লিয়ার করতে চেয়েছিলেন পুলিশের আফগান ফরোয়ার্ড আমিরউদ্দিন শরিফী, কিন্তু পারেননি। বল সোজা খুঁজে নেয় জাল। বাকি সময় স্কোরলাইনে কোনও পরিবর্তন আসেনি। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল। সমান্তরালে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন শেষ হয়ে যায় নৌবাহিনীর।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমির খসরু
জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমির খসরু
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
এক মোটরসাইকেলে চার যুবক, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় দুজনের মৃত্যু
এক মোটরসাইকেলে চার যুবক, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় দুজনের মৃত্যু
ঢাকায় এনসিপির বিক্ষোভে অংশ নিতে জনতাকে আহ্বান নাহিদ ইসলামের
ঢাকায় এনসিপির বিক্ষোভে অংশ নিতে জনতাকে আহ্বান নাহিদ ইসলামের
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট