X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

‘ভারতের বিপক্ষেও মেয়েদের সুযোগ আসবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২১, ২২:৩৫আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ২২:৫১

বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটনকে বেশ ফুরফুরে মেজাজে পাওয়া গেলো। তার এমন খুশি হওয়ারই কথা। অনূর্ধ্ব-১৯ নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ১২-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে উঠেছে লাল-সবুজ জার্সিধারীরা। এমন বড় জয়ে স্বাগতিকদের কোচ বেশ আনন্দিত। তবে পা মাটিতেই রাখছেন তিনি। তার ভাবনায় এখন আগামী ২২ ডিসেম্বরের ফাইনাল। যেখানে আগে থেকে অপেক্ষা করে আছে শক্তিশালী ভারত।

বাংলাদেশ সবশেষ বড় ব্যবধানে জিতেছে ২০১৮ সালে। ভুটানে সাফ অনূর্ধ-১৮ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ১৭ গোলে হারিয়েছিল মেয়েরা। তিন বছর পর ঢাকার মাঠে আরও একটি বড় জয় পেলো তারা। এমন পারফরম্যান্স ফাইনালেও দেখাতে চান গোলাম রব্বানী।

রবিবার (১৯ ডিসেম্বর) ঢাকার কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচ শেষে গোলাম রব্বানী ছোটন সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ভারতের বিপক্ষে মেয়েরা স্বাভাবিক খেলা খেলবে। সেখানেও সুযোগ আসবে, সেটা কাজে লাগাতে হবে। আমাদের ফাইনালের আগে আরও কাজ করতে হবে।’

শ্রীলঙ্কার সঙ্গে বড় জয়ের জন্য মেয়েদের ধন্যবাদ দিতে ভুল করেননি কোচ। তার দৃষ্টিতে, আগের ম্যাচগুলোর চেয়ে আজ দুর্দান্ত খেলেছে নারী ফুটবল দল। উইঙ্গার শাহেদা আক্তার রিপা ও ডিফেন্ডার আফিদা খন্দকার হ্যাটট্রিক করেছেন। কোচ তাই বলেছেন, ‘মেয়েদেরকে ধন্যবাদ। টুর্নামেন্টে আমাদের প্রত্যাশা ছিল ভালো ফুটবল খেলার, মাঠে দর্শক যারা আসবে, তাদের আনন্দ দেওয়ার, সেটা দিতে পেরেছে মেয়েরা। নেপালের বিপক্ষে ভালো খেলেও মেয়েরা গোল পায়নি, তবে ভুটানের বিপক্ষে পেয়েছে। এরপর ভারতের বিপক্ষে জেতার দরকার ছিল, সেটাও তারা করে দেখিয়েছে। আজ আমাদের জয় দরকার ছিল, অন্যান্য ম্যাচের তুলনায় মেয়েদের ফিনিশিংয়ে উন্নতি হয়েছে। আমাদের লক্ষ্য ছিল গ্রুপ সেরা হয়ে ফাইনালে ওঠা, সেটা পূরণ হয়েছে।’

করোনার কারণে আন্তর্জাতিক ম্যাচ কম খেলতে পেরেছে স্বাগতিকরা। কোচ মনে করছেন, আরও বেশি ম্যাচ খেলতে পারলে দল উন্নতি করবে। তার কথায়, ‘সবসময় আমরা অনুশীলনের মধ্যে ছিলাম, কিন্তু সেই তুলনায় ম্যাচ খেলা হয়নি। টুর্নামেন্ট বেশি বেশি হলে, বেশি বেশি ম্যাচ খেলতে পারলে মেয়েদের আত্মবিশ্বাস বাড়ে। এবারের টুর্নামেন্টেই আমরা সেটা দেখতে পাচ্ছি।’

শ্রীলঙ্কা হেড কোচ শ্রীসেনা মানজুলা চামিন্দা বাংলাদেশের প্রশংসা করে বলেছেন, ‘বাংলাদেশ ভালো খেলেছে পরিকল্পনা অনুযায়ী। অভিজ্ঞ দল তারা। বাংলাদেশের পাশাপাশি ভারতও টুর্নামেন্টে ভালো খেলছে। দুই দলই ভালো। তবে বাংলাদেশের কিছু ভালো খেলোয়াড় আছে যারা ভারতের চেয়ে এগিয়ে। আর আমাদের দলের অনেকেই স্কুলে পড়ে। প্রস্তুতিও বেশিদিনের নয়।’

/টিএ/জেএইচ/
সম্পর্কিত
এ বছর হামজাদের সাফ হচ্ছে না!
‘সাফে আবারও নির্বাচন করবো, বাফুফের সমর্থন পাবো’
পিছিয়ে গেলো নারীদের সাফ
সর্বশেষ খবর
ইউল্যাবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
ইউল্যাবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে ডাকসু নির্বাচন কমিশনের বৈঠক
সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে ডাকসু নির্বাচন কমিশনের বৈঠক
এভিয়েশন সিকিউরিটির নতুন ইউনিফর্ম উদ্বোধন
এভিয়েশন সিকিউরিটির নতুন ইউনিফর্ম উদ্বোধন
এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয়নি: নাহিদ ইসলাম
এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয়নি: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট