X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

জামালের নৈপুণ্যে ১০ জন নিয়েও জিতলো সাইফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২১, ২২:০৫আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ২২:০৭

প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং ক্লাব। তবে বিরতির পর ১০ জনের দলে পরিণত হয় আন্দ্রেস ক্রুসিয়ানির দল। এরপর চট্টগ্রাম আবাহনী ১ গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। তাতেও শেষ রক্ষা হয়নি মারুফুল হকের শিষ্যদের। ঢাকার কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে জামাল ভূঁইয়ার নৈপুণ্যে সাইফ স্পোর্টিংয়ের কাছে ২-১ গোলে হেরে মাঠ ছেড়েছে চট্টগ্রাম আবাহনী।

ম্যাচের প্রথমার্ধে ছিল সাইফ স্পোর্টিংয়ের আধিপত্য। তবে প্রথম গোল পেতে সময় লেগেছে তাদের। নাইজেরিয়ান ফরোয়ার্ড এমফন উদোহ একাই তিনটি সুযোগ নষ্ট করেন। এরমধ্যে ১৬ মিনিটে এগিয়ে যেতে পারতো তারা। সতীর্থের ক্রসে নাইজেরিয়ান এই ফরোয়ার্ড লক্ষ্যে ঠিকঠাক শট নিতে ব্যর্থ হন। এর চার মিনিট পর তার ডান পায়ের জোরালো শট পোস্টে লেগে ফিরে এলে ক্রুসিয়ানির হতাশা বাড়ে।

এরপর ৩৪ মিনিটে এমফন বক্সে ঢুকে গোলকিপারকে একা পেয়েও বল তার গায়ে মেরে সুযোগ নষ্ট করেন। তবে ঠিক পরের মিনিটে অধিনায়ক জামাল ভূঁইয়ার নৈপুণ্যে সাফল্য আসে। তার পাস থেকে মেরাজ হোসেন প্লেসিং শটে গোল করেন। ৩৯ মিনিটে স্কোরলাইন ২-০ করে সাইফ স্পোর্টিং। এবারের গোলের নেপথ্যেও জামাল। তার কর্নার থেকে সতীর্থ একজনের মাথা ছুঁয়ে উজবেকিস্তানের আশরর গফুরভ হেডে লক্ষ্যভেদ করেন।

সাইফ স্পোর্টিং ক্লাব ও চট্টগ্রাম আবাহনীর ম্যাচ

দুই গোলে পিছিয়ে পড়ে চট্টগ্রাম আবাহনী ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ফলে তাদের কাছ থেকে পাওয়া গেছে গোছালো ফুটবল। তবে একসময় জাতীয় দলে খেলা সাখওয়াত রনি সুযোগ নষ্ট না করলে হয়তো পয়েন্ট পেতে পারতো বন্দরনগরীর দলটি। ৬১ মিনিটে আরিফুর রহমানের ক্রসে সাখওয়াত রনির প্লেসিং ক্রসবারে লেগে ফিরে আসে।

৭৮ মিনিটে সাইফ স্পোর্টিং ১০ জনের দলে পরিণত হয়। বক্সে ঢোকার মুহূর্তে সাখওয়াত রনিকে বাধা দিলে লাল কার্ড দেখেন ডিফেন্ডার রিয়াদুল হাসান। ১০ জনের সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে চট্টগ্রামের দলটি ৮৩ মিনিটে সুযোগ কাজে লাগায়। শোয়েব মিয়ার ফ্রি-কিকে আরিফুর রহমানের ফ্লিক হেডে দৃষ্টিনন্দন গোল করেন। তাতে অবশ্য ব্যবধান কমলেও শেষ পর্যন্ত হার এড়ানো যায়নি।

বাংলাদেশ ফেডারেশন কাপে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে সেরা হয়েছে চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিং। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে রানার্সআপ চট্টগ্রাম আবাহনী। ১ পয়েন্ট পেয়ে বিদায় নিয়েছে পুলিশ এফসি।

আগামী ২ জানুয়ারি কোয়ার্টার ফাইনালে স্বাধীনতা ক্রীড়া সংঘকে মোকাবিলা করবে সাইফ স্পোর্টিং। অন্য ম্যাচে মোহামেডানের বিপক্ষে খেলবে চট্টগ্রাম আবাহনী।

/টিএ/জেএইচ/
সম্পর্কিত
ফিলিস্তিনের কাছে এবার হারতে চান না জামাল
আবাহনীতে কত নাম্বার জার্সি চেয়ে নিলেন জামাল?
৬ ফুট উচ্চতার ফিলিস্তিনিদের নিয়ে চিন্তিত জামাল
সর্বশেষ খবর
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ঝরে গেলো আরেকটি প্রাণ
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ঝরে গেলো আরেকটি প্রাণ
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
ইউরোপা লিগ থেকে বিদায়ের ভালো দিক দেখছেন লিভারপুল কোচ
ইউরোপা লিগ থেকে বিদায়ের ভালো দিক দেখছেন লিভারপুল কোচ
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী