X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

লাল কার্ডের ম্যাচে মোহামেডানকে জেতালেন এক আফ্রিকান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১৯আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২৪

বসুন্ধরা কিংসকে হারিয়ে প্রত্যাশা বাড়িয়ে দিয়েছিল নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘ। যদিও প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিংয়ের বিপক্ষে প্রত্যাশামতো খেলতে পারেনি তারা। ১০ জনের স্বাধীনতা সংঘের বিপক্ষে আধিপত্য দেখিয়ে সাদা-কালোরা ম্যাচ জিতে নিয়েছে। আফ্রিকার দেশ মালির স্ট্রাইকার সুলেমানে দিয়াবাতের লক্ষ্যভেদে মোহামেডান ১-০ গোলে স্বাধীনতা সংঘকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে।

আগের ম্যাচে শেখ রাসেলের বিপক্ষে ১ পয়েন্ট পাইয়ে দেওয়ার পেছনে দিয়াবাতের অবদান কম নয়। একমাত্র গোলটি তারই করা। এই ম্যাচে আবারও বল জালে জড়িয়ে দলকে ৩ পয়েন্ট এনে দিলেন তিনি।

আজ (বৃহস্পতিবার) মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর স্টেডিয়ামে শুরু থেকে মোহামেডানের দাপট। বসুন্ধরার বিপক্ষে যেভাবে প্রভাব বিস্তার করে খেলেছিল স্বাধীনতা, আজকের ম্যাচে যেন তা উধাও! তারপরও ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত মোহামেডানকে আটকে রাখার সাহস দেখিয়েছে স্বাধীনতা সংঘ।

ম্যাচ ঘড়ির ৩ মিনিটে মোহামেডানের জাফর ইকবালের কর্নার থেকে উড়ে আসার বল ইয়াসমিনের হেডে হয়ে ক্রসবারের ওপর দিয়ে যায়। ১৫ মিনিটে শাহরিয়ার ইমনের ক্রসে দিয়াবাতে ফ্লিক করতে চেয়েছিলেন। কিন্তু ঠিকঠাক বলে সংযোগ ঘটাতে পারেননি। বিরতির আগে স্বাধীনতার নেদো তুর্কোভিচ দুটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি।

বিরতির পরও মোহামেডানের আধিপত্য চলতে থাকে। ৭৭ মিনিটে আসে জয়সূচক গোলটি। আশরাফুল হকের লম্বা থ্রোইন থেকে জটলার মধ্যে টোকায় গোল করে সমর্থকদের মুখে হাসি ফোটান দিয়াবাতে।

৮৬ মিনিটে জাফর ইকবালকে ফাউল করে দ্বিতীয় হলুদের সঙ্গে লাল কার্ড দেখেন হাসান মুরাদ। ১০ জনের স্বাধীনতার বিপক্ষে গোল ব্যবধান বাড়াতে পারেনি শন লেনের দল। তবে শেষ দিকে স্বাধীনতা চেষ্টা করেছিল গোল শোধ দেওয়ার। কিন্তু সফল হতে পারেনি। হারের তিক্ত স্বাদ নিয়েই মাঠ ছেড়েছে মাসুদ আলমের দল।

মোহামেডান দুই ম্যাচে ৪ পয়েন্ট পেয়েছে। বিপরীতে স্বাধীনতার দুই ম্যাচে ৩ পয়েন্ট।

/টিএ/কেআর/
সম্পর্কিত
৭ গোল করে শততম ম্যাচ রাঙালো কিংস
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
যে মন্ত্রে দেশের ফুটবলে পুলিশের সাফল্য
সর্বশেষ খবর
রাতে নামছে বার্সা-পিএসজি
রাতে নামছে বার্সা-পিএসজি
জার্মানির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বিকশিত করতে যে শর্ত দিলো চীন
জার্মানির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বিকশিত করতে যে শর্ত দিলো চীন
স্থায়ী জামিন পেলেন না ড. ইউনূস
স্থায়ী জামিন পেলেন না ড. ইউনূস
আইপিএল থেকে অনির্দিষ্টকালের বিরতি নিয়েছেন ম্যাক্সওয়েল!
আইপিএল থেকে অনির্দিষ্টকালের বিরতি নিয়েছেন ম্যাক্সওয়েল!
সর্বাধিক পঠিত
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি