X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

লিভারপুলের কাছে এই জয় ‘হাফ টাইমের’

স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০২২, ১৩:৫৮আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৪:১৪

ঘরের মাঠে ভিয়ারিয়ালকে কোনও সুযোগই দেয়নি লিভারপুল। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগ জিতে ফাইনালেও এক পা দিয়ে রেখেছে অল রেডস। তারপরও পা মাটিতেই রাখছেন দলটির কোচ ইয়ুর্গেন ক্লপ। তার হিসাবে মাত্র প্রথমার্ধের খেলা শেষ হয়েছে, দ্বিতীয় লেগে অপেক্ষা করছে দ্বিতীয়ার্ধ।

অ্যানফিল্ডে সেমিফাইনালের প্রথম লেগ লিভারপুল জিতেছে ২-০ গোলে। স্কোরলাইন অবশ্য জানাবে না গোটা ম্যাচে কতটা আধিপত্য বিস্তার করে খেলেছে স্বাগতিকরা। ভিয়ারিয়াল স্রেফ ছিল দর্শক! একপেশে ম্যাচে আক্রমণের ফুল ফুটিয়েছে লিভারপুল। যেখানে গোল পেয়েছে মাত্র দুটি।

প্রথমার্ধে লিভারপুলকে বেশ ভালোভাবেই ‍রুখে দিয়েছিল ভিয়ারিয়াল। কোনও গোল করতে দেয়নি। তবে দ্বিতীয়ার্ধে আর পারেনি। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর সাদিও মানের লক্ষ্যভেদে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। প্রথম লেগে ২-০ গোলের জয়। স্বাভাবিকভাবেই সুবিধাজনক জায়গায় লিভারপুল। তবে গা ভাসিয়ে দিচ্ছেন না ক্লপ।

ম্যাচ শেষে জার্মান কোচ বলেছেন, ‘এখন মাত্র হাফ টাইম। কাজেই এখনও অনেক কাজ বাকি আছে। এখনও কিছুই শেষ হয়ে যায়নি। সবচেয়ে ভালোভাবে বলা যায় এভাবে- আমরা একটি ম্যাচ খেলেছি, যেখানে প্রথমার্ধে আমরা ২-০ গোলে এগিয়ে আছি। দ্বিতীয়ার্ধে তাই শতভাগ সতর্ক হয়ে খেলতে হবে। কারণ যেকোনও কিছু হতে পারে।’

সঙ্গে যোগ করেছেন, ‘প্রথমার্ধে (প্রথম লেগ) আমরা যেভাবে খেলেছি, দ্বিতীয়ার্ধে (দ্বিতীয় লেগ) তারাও (ভিয়ারিয়াল) একইভাবে খেলতে পারে। তারা যদি একই কাজ করে, তাহলে আমাদের এই এগিয়ে থাকা কোনও কাজে আসবে না। ২-০ স্কোর লাইন অবশ্যই ভালো, তবে আমরা এখনই ফাইনালে উঠে যায়নি।’

লিভারপুল কোচের চিন্তার জায়গা হলো ফিরতি লেগ খেলতে ভিয়ারিয়ালের মাঠে যেতে হবে। তাছাড়া স্প্যানিশ দলটিকে হালকা করে নেওয়ার সুযোগও নেই। কারণ দুর্দান্ত ফুটবল খেলে ভিয়ারিয়াল চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় করে দিয়েছে জুভেন্টাস ও বায়ার্ন মিউনিখকে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অপতথ্য ও অর্ধসত্যের মাঝে মুক্ত গণমাধ্যমের চ্যালেঞ্জ
অপতথ্য ও অর্ধসত্যের মাঝে মুক্ত গণমাধ্যমের চ্যালেঞ্জ
নিখিল কৃষ্ণ মজুমদারের সাক্ষাৎকার
নিখিল কৃষ্ণ মজুমদারের সাক্ষাৎকার
মাজার জিয়ারত করতে গিয়ে লাশ হয়ে ফিরছেন একই পরিবারের ৪ জন
মাজার জিয়ারত করতে গিয়ে লাশ হয়ে ফিরছেন একই পরিবারের ৪ জন
কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে ‘গরমে অসুস্থ’ হয়ে আরেক শ্রমিকের মৃত্যু
কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে ‘গরমে অসুস্থ’ হয়ে আরেক শ্রমিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা