X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

এমবাপ্পে পিএসজিতে থাকবে, এমনটা বলিনি: পোচেত্তিনো

স্পোর্টস ডেস্ক
৩০ এপ্রিল ২০২২, ২০:৩৯আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ২০:৩৯

ম্যাচের আগের সংবাদ সম্মলনে বললেন এক কথা। ছাপা হলো গোটা ফুটবল দুনিয়ার। সেই তিনিই ম্যাচের পরের সংবাদ সম্মেলনে বললেন অন্য কথা! বোঝার ভুল হয়েছে বলে ‘সংশোধন’-ও করে দিলেন প্যারিস সেন্ত জার্মেই কোচ মাউরিসিও পোচেত্তিনো। নিজের ও এমবাপ্পের পিএসজিতে থাকা নিয়ে আর্জেন্টাইন কোচ ‘শতভাগ নিশ্চিত’ মন্তব্য করেছিলেন। যদিও পরবর্তীতে জানালেন, এমবাপ্পে পিএসজিতে থাকছেন, এমনটা বলেননি তিনি।

শুক্রবার রাতে ফরাসি লিগ ওয়ানে স্ত্রাসবুরের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে পিএসজি। এই ম্যাচের আগে পোচেত্তিনো তার ও এমবাপ্পের ভবিষ্যৎ ‘পরিষ্কার’ করেছিলেন। চ্যাম্পিয়নস লিগ ব্যর্থতায় এই কোচের ওপর নাকি আস্থা আর রাখছে না ফরাসি ক্লাবটি। তাকে তাড়িয়ে দেওয়ার গুঞ্জন ওড়াওড়ি করছে ইউরোপিয়ান মিডিয়ায়। একই সঙ্গে কিলিয়ান এমবাপ্পের পার্ক ডু প্রিন্সেস ছাড়ার গুঞ্জন তো সেই কবে থেকে। এই পরিস্থিতিতে মুখ খোলেন পোচেত্তিনো।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ বলেছিলেন, ‘আজকের অবস্থানে দাঁড়িয়ে, শতভাগ নিশ্চিত আমি থাকছি এবং এমবাপ্পের ক্ষেত্রেও একই কথা বলবো। এখন আমার যেটা মনে হচ্ছে, সেটাই বললাম। যা অনুভব করছি, সেটাই তো বলবো, এর চেয়ে বেশি কিছু তো বলতে পারি না।’

কিন্তু স্ত্রাসবুরের বিপক্ষে ড্রয়ের পর জানালেন, তার বক্তব্য ভুলভাবে নেওয়া হয়েছে। তিনি শুধু বর্তমান অবস্থার কথা জানিয়েছেন। আগামী মৌসুমে এমবাপ্পে থাকবেন কিনা, এ ব্যাপারে কিছু বলেননি। সংবাদিকের প্রশ্নের উত্তরে ওই সময় নিজের অনুভূতি শুধু প্রকাশ করেছিলেন।

পোচেত্তিনোর ব্যাখ্যা, ‘(আগামী মৌসুমে এমবাপ্পে পিএসজিতে থাকবে) আমি এমনটা বলিনি। আমি পরের মৌসুম নয়, শুধু বর্তমানের ব্যাপারে কথা বলেছি। সবার আগে সেইদিনের প্রশ্ন ও উত্তরটা সঠিকভাবে শুনতে হবে। আমার কথা ভুল বুঝে শিরোনাম করা উচিত নয়।’

ভুলটা কোথায হয়েছে, ধরিয়ে দিলেন সাবেক টটেনহাম কোচ, “প্রশ্ন ছিল- আগামী মৌসুমে আমি এখানে থাকবো কিনা, এ ব্যাপারে এখন আমার কত শতাংশ বিশ্বাস রয়েছে? উত্তরে বলেছিলাম, ‘আজ কিলিয়ান এমবাপ্পে ও আমার ক্ষেত্রে বিশ্বাসটা শতভাগ।’ মানুষজন আমার বক্তব্য নিয়ে অনেক কথা বলছে। তবে মিডিয়ার কয়েক মিনিট সময় নেওয়া উচিত, আমি কী বলছি, তা ভালোভাবে শুনতে হবে, কোনও শব্দ মিস করা যাবে না। তা না হলে ভুল বার্তা যেতে পারে।”

/কেআর/
সম্পর্কিত
সেমিতে সেই পিএসজি, আরও ভালোভাবে প্রস্তুত ডর্টমুন্ড
রাতে নামছে বার্সা-পিএসজি
পিএসজিকে কোয়ার্টার ফাইনালে তুললেন এমবাপ্পে
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা