আগামী জুনে এশিয়া কাপের বাছাই ফুটবলে অংশ নেবে বাংলাদেশ। বাছাইয়ে ‘ই’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক মালয়েশিয়া, তুর্কমেনিস্তান ও বাহরাইন। ৮, ১১ ও ১৪ জুন তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে ১ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে তাদের মাঠে একটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে হাভিয়ের কাবরেরার দল। এই চার ম্যাচের জন্য আজ (শনিবার) ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে।
কাবরেরার প্রাথমিক স্কোয়াডে নতুন মুখ দু্ইজন। চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার সোহেল রানা ও উত্তর বারিধারার মিডফিল্ডার পাপন সিং জায়গা করে নিয়েছেন জাতীয় দলে।
এদিকে দীর্ঘ পাঁচ বছর পর আবারও লাল-সবুজ দলে ডাক পেয়েছেন হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। তার সঙ্গে ফিরেছেন গোলকিপার মোহাম্মদ নাইম ও আবাহনী লিমিটেডের মিডফিল্ডার আবু সাইদ। এছাড়া ডিফেন্ডার রহমত মিয়া, সাদ উদ্দিন, রিয়াদুল হাসান রাফি, ফয়সাল আহমেদ ফাহিম, গোলকিপার মিতুল মারমাও নতুন করে জায়গা করে নিয়েছেন।
আর বাফুফে এলিট একাডেমি থেকে একজন থাকছেন শুধু অনুশীলনের জন্য। বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা এএফসি কাপ থেকে ফেরার পর জাতীয় দলে যোগ দেবেন। সেখান থেকে পারফরম্যান্সের ভিত্তিতে ডাক পাবেন তারা।
আগামী ১৬ মে স্থানীয় পাঁচ তারকা হোটেলে বিকালে ম্যানেজার ইকবাল হোসেনের কাছে খেলোয়াড়দের রিপোর্ট করতে হবে। অনুশীলন হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়।
প্রাথমিক স্কোয়াড:
গোলকিপার: শহিদুল আলম সোহেল (আবাহনী লিমিটেড), আশরাফুল রানা (শেখ রাসেল), মিতুল মারমা (শেখ জামাল), মোহাম্মদ নাঈম (শেখ জামাল), আসিফ হোসেন (এলিট একাডেমি, শুধুমাত্র ট্রেনিংয়ের জন্য); ডিফেন্ডার: টুটুল হোসেন বাদশা (আবাহনী লিমিটেড) রিয়াদুল হাসান রাফি (সাইফ স্পোর্টিং), রহমত মিয়া (শেখ রাসেল), রায়হান হাসান (শেখ জামাল), ইসা ফয়সাল (পুলিশ); মিডফিল্ডার: আবু সাইদ (আবাহনী লিমিটেড) জামাল ভুঁইয়া (সাইফ স্পোর্টিং), মেরাজ হোসেন অপি (সাইফ স্পোর্টিং), ফয়সাল আহমেদ ফাহিম (সাইফ স্পোর্টিং), সাদ উদ্দিন (শেখ রাসেল), হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস (শেখ রাসেল), সোহেল রানা (চট্টগ্রাম আবাহনী), পাপন সিং (উত্তর বারিধারা); ফরোয়ার্ড: নাবীব নেওয়াজ জীবন (আবাহনী লিমিটেড), রাকিব হোসেন (আবাহনী লিমিটেড), জাফর ইকবাল (মোহামেডান)।