X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কলকাতায় জয় দিয়ে শুরু বসুন্ধরার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২২, ২৩:০৪আপডেট : ১৮ মে ২০২২, ২৩:৪৫

প্রিমিয়ার লিগে ফিরতি পর্বে গাম্বিয়ার স্ট্রাইকার নুহা মারংকে এনেও পুরোপুরি স্বস্তিতে ছিল না বসুন্ধরা কিংস। নিজের নামের প্রতি সেভাবে সুবিচার করতে পারছিলেন না গাম্বিয়ার এই স্ট্রাইকার। প্রিমিয়ার লিগে না হলেও এএফসি কাপের শুরুর ম্যাচে ঠিকই জ্বলে উঠেছেন নুহা। তারই লক্ষ্যভেদে বসুন্ধরা কিংস ১-০ গোলে হারিয়েছে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে।

কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে বুধবার ম্যাচের প্রথমার্ধ ছিল বসুন্ধরার নিয়ন্ত্রণে। পঞ্চম মিনিটে আক্রমণে উঠে অস্কার ব্রুজনের দল। ইয়াসিন আরাফাতের ক্রসে নুহা মারংয়ের হেড মাজিয়ার হাইশাম হাসানের পায়ে লেগে বাইরে চলে যায়।

৬ মিনিট পর সুবর্ণ সুযোগ নষ্ট হয়। বক্সের প্রান্ত থেকে রবিনিয়োর বাঁকানো শট গোলকিপার কিরণের হাতে লাগার পর পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে সুযোগ ছিল জালে জড়ানোর কিন্তু লক্ষ্যে রাখতে পারেননি ইব্রাহিম।

৩৩ মিনিটে  বসুন্ধরা গোলের দেখা পায়। নুহা মারংয়ের গোলে এগিয়ে যায় বসুন্ধরা। নিজেদের অর্ধ থেকে সোহেল রানার লম্বা ক্রস মাজিয়ার বক্সে পড়লে গোলকিপার কিরণ এগিয়ে এলে দৌড়ে গিয়ে মাথা লাগান নুহা, ধীরে ধীরে বল গিয়ে জড়ায় জালে। উল্লাসে মাতে কিংস ডাগআউট।

এক গোলে পিছিয়ে থেকে মাজিয়া ৩৯ মিনিটে সমতায় ফেরার সুযোগ নষ্ট করে।

বক্সের কোনাকুনি থেকে স্টোয়ার্টের নিচু করে নেওয়া জোরালো শট কোনওমতে কর্নারের বিনিময়ে বাইরে পাঠান আনিসুর রহমান জিকো।

বিরতির পর বসুন্ধরা কিছুটা ডিফেন্সিভ হয়ে পড়ে। এই সুযোগে মাজিয়া আক্রমণও কম করেনি। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় সমতায় ফেরা হয়নি তাদের। বরং ৭৬ মিনিটে মিগেল ফিগেইরার শট গোলকিপার ডান দিকে কিছুটা ঝাঁপিয়ে পড়ে প্রতিহত না করলে ব্যবধান দ্বিগুণ হতে পারতো।

এর আগে উদ্বোধনী দিনে এটিকে মোহনবাগান ৪-২ গোলে হেরেছে গোকুলাম কেরালা এফসির কাছে। আগামী শনিবার ডি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোহনবাগানের বিপক্ষে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস।

/টিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত