X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

এগিয়ে থেকেও ডেনমার্কের কাছে হারলো ফ্রান্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২২, ০৩:১৩আপডেট : ০৪ জুন ২০২২, ০৩:১৩

নেশন্স লিগে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স।  এবার তাদের শুরুটা ভালো হয়নি।  আগে গোল করেও জিততে পারেনি দিদিয়ের দেশমের দল।

বেনজেমা শুরুতে  গোল করে দলকে এগিয়ে নেন। কর্নেলিয়াস সমতায় ফেরান ডেনমার্ককে। শেষের দিকে এই স্ট্রাইকার ব্যবধান দ্বিগুণ করেন। 'এ' গ্রুপে ডেনমার্ক ২-১ গোলে হারিয়েছে ফ্রান্সকে।

প্যারিসে নিজেদের মাঠে আক্রমণের শুরুটা করেছিল ডেনমার্ক। ৪ মিনিটে ডেনিশরা প্রথম আক্রমণ করে। ক্যাসপার ডোলবার্গের ৬ গজ দূর থেকে নেওয়া ডান পায়ের শট পোস্টের পাশ দিয়ে যায়।

একই মিনিটে জোয়াকিম মাহেলের বাঁ পায়ের শট পোস্টে লেগে প্রতিহত হলে আফসোস বাড়ে। ক্যাসপার ডোলবার্গ অ্যাসিস্ট করেছিলেন।

৯ মিনিটে ফ্রান্স গোলের সুযোগ পায়। তবে এমবাপ্পের এসিস্টে গ্রিজমান বা পায়ের শটে গোলকিপার প্রতিহত করেন।

তিন মিনিট পর ভারানের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। একটু পরই করিম বেনজেমার হেডও বাইরে দিয়ে গেলে হতাশ হতে হয় সমর্থকদের।

৩০ মিনিটে এমবাপ্পের শট গোলকিপার প্রতিহত করে ডেনমার্ককে ম্যাচে ভালোভাবে রাখেন।

গোলশূন্য স্কোরলাইন রেখে দুই দল বিরতিতে যায়।  বিরতির পর দুই দলই আক্রমণ অব্যাহত রাখে।

৪৬ মিনিটে বেনজেমার শট ব্লক হয়। দুই মিনিট পর কন্তের ক্রস থেকে বেনজেমার পোস্টের কাছ থেকে নেওয়া ডান পায়ের শট প্রতিহত হয়।

তবে তিন মিনিট পর স্বাগতিকদের মুখে চওড়া হাসি। ৫১ মিনিটে ফ্রান্স এগিয়ে যায়। বক্সের প্রান্ত থেকে করিম বেনজেমার বা পায়ের শট জালে জড়িয়ে যায়। ক্রিস্টোফার এনকুনকু অ্যাসিস্ট করেছেন।

ডেনমার্ক সমতায় ফেরে ৬৮ মিনিটে। পিয়েরে এমিলের পাসে আন্দ্রেস কর্নেলিয়াসের ডান পায়ের শটে পরাস্ত হন গোলকিপার লরিস।

এরপর বেনজেমা-এনকুনকু সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেনি।

ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে ডেনমার্ক চমক দেখায়। কর্নেলিয়াস আবারও গোল করে স্বাগতিকদের হতাশ করেন।

হারের তিক্ত স্বাদ নিয়ে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের।

এদিকে অন্য ম্যাচে ডিপাইয়ের জোড়া লক্ষ্যভেদে হল্যান্ড ৪-১ গোলে হারিয়েছে বেলজিয়ামকে।

 

/টিএ/এফএ/
সম্পর্কিত
ইতালির হয়ে বিদায়ী ম্যাচ জিতলেও ব্যর্থতা মেনে নিয়েছেন স্পালেত্তি
মনেই হয়নি মাঠে আমার দল খেলছে: ইন্টার মিলান কোচ
মার্কিনিদের বক্তব্য সেন্সর করলে জুটবে ভিসা নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক