X
বুধবার, ১০ আগস্ট ২০২২
২৬ শ্রাবণ ১৪২৯

৫ গোলের পর যেসব কীর্তি গড়লেন মেসি (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
০৬ জুন ২০২২, ১৩:৩৩আপডেট : ০৬ জুন ২০২২, ১৬:২৫

লিওনলে মেসিকে ঘিরে প্রায়ই একটি কথা শোনা যায়। আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর যতটা না জাতীয় দলের। তার চেয়েও বেশি প্রভাব বিস্তারি ক্লাব ফুটবলে। ধীরে ধীরে সেই অপবাদ মুছে দিচ্ছেন তিনি। ২৮ বছর পর আর্জেন্টিনার শিরোপা খরা ঘুচিয়েছেন। এবার জাতীয় দলের হয়েও এমন এক কীর্তি গড়লেন। যা আগে ছিল শুধু তার ক্লাব ফুটবলেই।

প্রীতি ম্যাচে এস্তোনিয়ার জালে ৫ গোল দিয়েছেন মেসি। জাতীয় দলের হয়ে তার এতগুলো গোল এবারই প্রথম। 

তবে সার্বিক ক্যারিয়ারের কথা এলে মেসির এতগোলের কীর্তি আগেও ছিল। ২০১২ সালে চ্যাম্পিয়নস লিগে বার্সার ৭-১ গোলে জেতা ম্যাচটায় মেসির একার গোল ছিল ৫টি। প্রতিপক্ষ বায়ার লেভারকুসন। এই দুই কীর্তি মিলে আবার অনন্য একটা নজিরও গড়েছেন তিনি। চ্যাম্পিয়নস লিগ ও জাতীয় দলে ৫ গোল করা প্রথম ফুটবলার তিনি-ই।   

এমন কীর্তির দিনে আবার সমৃদ্ধ করেছেন সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের তালিকাকেও। পেছনে ফেলেছেন হাঙ্গেরিয়ান গ্রেট ফেরেংক পুসকাসকে। ৮৪ গোল নিয়ে তিনি তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছিলেন। ৮৬ গোল নিয়ে মেসি এখন তাকেও ছাড়িয়ে গেছেন। দখলে নিয়েছেন চতুর্থ স্থানটির। মেসির আগে রয়েছেন মালয়েশিয়ার মোখতার দাহারি (৮৯), ইরানের আলি দাইয়ি (১০৯) ও ক্রিস্তিয়ানো রোনালদো (১১৭)।

সব গোলের হিসাবে আবার পেলেকেও পেছনে ফেলেছেন। ৭৬৯ গোল নিয়ে দ্বিতীয় স্থানে চলে এসেছেন মেসি। পেলের গোল সংখ্যা ৭৬৭। শীর্ষে থাকা রোনালদোর ৮১৩।

এস্তোনিয়ার বিপক্ষে জিতে (৫-০) আর্জেন্টিনা অপরাজিত থাকলো ৩৩ ম্যাচ। মেসির নৈপুণ্য দেখে কোচ লিওনেল স্ক্যালোনিও কোনও বিশেষণ খুঁজে পাচ্ছেন না, ‘জানি না আর কী বলবো ওকে নিয়ে। বলা কঠিন। সে হচ্ছে ফুটবলের নাদাল। এর চেয়ে আর কী বলা যায়? ওকে বিশেষায়িত করার জন্য আর কোনও কিছু বাকি নেই। ও যাই সৃষ্টি করে সেটা অনন্য হয়ে দাঁড়ায়। ফলে এই দলে ওকে দেখার ও নির্দেশনা দিতে পারার আনন্দটা অন্যরকম।’  

/এফআইআর/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
হোয়াইটওয়াশ এড়াতে পারবে বাংলাদেশ?
হোয়াইটওয়াশ এড়াতে পারবে বাংলাদেশ?
দ্রুতযান এক্সপ্রেস থেকে নামার সময় কাটা পড়ে মৃত্যু
দ্রুতযান এক্সপ্রেস থেকে নামার সময় কাটা পড়ে মৃত্যু
এস এম সুলতানের জীবনবোধ
এস এম সুলতানের জীবনবোধ
সম্রাটের জামিন বাতিলের আদেশ আপিলে বহাল
সম্রাটের জামিন বাতিলের আদেশ আপিলে বহাল
এ বিভাগের সর্বশেষ
মেসিকে ফেরাতে আলোচনা শুরু করেছে বার্সেলোনা!
মেসিকে ফেরাতে আলোচনা শুরু করেছে বার্সেলোনা!
ন্যু ক্যাম্পে মেসির অবসর, চাইছে বার্সেলোনা
ন্যু ক্যাম্পে মেসির অবসর, চাইছে বার্সেলোনা
ছোট পর্দায় অভিষেক হচ্ছে মেসির (ভিডিও)
ছোট পর্দায় অভিষেক হচ্ছে মেসির (ভিডিও)
শিরোপা জিতে মেসির হুঙ্কার, ‘যে কারও সঙ্গে লড়তে প্রস্তুত’
শিরোপা জিতে মেসির হুঙ্কার, ‘যে কারও সঙ্গে লড়তে প্রস্তুত’
কাকে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার মানছেন মেসি?
কাকে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার মানছেন মেসি?