X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আবাহনীকে হারিয়ে দিলো সাইফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২২, ১৮:২৪আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৮:৪০

শুরুতে গোল খেলেও পরবর্তীতে ম্যাচে দারুণভাবে ফিরে আসে আবাহনী লিমিটেড। সমতা ফেরার পরও সাইফ স্পোর্টিং হাল ছাড়েনি। আকাশি-নীল জার্সিধারীদের রক্ষণ দুর্বলতায় একের পর এক লক্ষ্যভেদ করে যায় তারা। তাতে করে প্রিমিয়ার লিগের ফিরতি পর্বে আবাহনীকে ৪-২ গোলে হারিয়ে চওড়া হাসি নিয়ে মাঠ ছেড়েছে আন্দ্রেস ক্রুসিয়ানির দল।

আজ (রবিবার) মুন্সিগঞ্জের শহীদ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচ হেরে শিরোপা লড়াই থেকে আবাহনী অনেকটাই দূরে সরে গেলো। মারিও লেমসের দল ১৮ ম্যাচে দ্বিতীয় হারে আগের ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। সমান ম্যাচে সাইফ দশম জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। বসুন্ধরা কিংস ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে।

অথচ ম্যাচের শুরুতে গোল পেতে পারতো ছয়বারের চ্যাম্পিয়নরা। প্রথম মিনিটে রাকিবের ডান প্রান্তের ক্রসে দানিয়েল কলিনদ্রেসের শট বাইরের জাল কাঁপালে তা হয়ে ওঠেনি। ৯ মিনিটে আরও দুর্ভাগ্য আবাহনীর। কলিনদ্রেসের জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে। ফিরতি বলে মনির হোসেনের পা হয়ে ৬ গজ দূরত্বে থেকে দোরিয়েল্তন পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি। ব্রাজিলিয়ান স্ট্রাইকারের নেওয়া শট গোলকিপার মিতুল হোসেন প্রতিহত করেন।

আবাহনীর সুযোগ নষ্টের বিপরীতে ১৪ মিনিটে সাইফ স্পোর্টিং এগিয়ে যায়। রক্ষণের পাশাপাশি গোলকিপারের দায়ও কম নয়। আশররভ গফুরভের ক্রসে শহিদুল আলম সোহেল ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি, ফিরতি বলে এমেকার পাস থেকে এমফন উদোহ প্লেসিং করে দেন।

৩৪ মিনিটে কলিনদ্রেসের কর্নারে বক্সের ভেতর থেকে দুর্দান্ত ওভারহেড কিকে সমতা ফেরান ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েল্তন। ৬ মিনিট পর সাইফ আবারও এগিয়ে যায়। কর্নার ফেরাতে পোস্ট ছেড়ে বেরিয়ে এসে লাফিয়ে উঠেছিলেন শহিদুল, কিন্তু নাগাল পাননি। ফাঁকা পোস্টে গোলমুখ থেকে সুযোগ কাজে লাগান সাজ্জাদ হোসেন।

বিরতির পর সাইফের দাপট চলতে থাকে। শুরুর দিকে শহিদুল দুটো প্রচেষ্টা নস্যাৎ করে দিলেও পরবর্তীতে গোল হজম থেকে দূরে থাকতে পারেননি। ৬৫ মিনিটে এমফন উদোহর কর্নারে রহিম উদ্দিন হেডে গোল করে আবাহনীর সঙ্গে ব্যবধান আরও বাড়িয়ে নেন। ৭ মিনিট পর পেনাল্টি থেকে এমেরি বাইসেঙ্গে গোলকিপারের বিপরীত দিক থেকে গোল করে আবাহনীকে ম্যাচ থেকে ছিটকে দেন।

যোগ করা সময়ের শেষ মিনিটে পেনাল্টি থেকে কলিনদ্রেস গোল করে ব্যবধান কমিয়ে সান্ত্বনা খোঁজার চেষ্টা করেন।

/টিএ/কেআর/
সম্পর্কিত
শান্তর সেঞ্চুরিতে গাজীকে উড়িয়ে দিলো আবাহনী
তামিমদের উড়িয়ে সুপার লিগে দারুণ শুরু আবাহনীর
শরিফুলের গতিতে উড়ে গেলো শেখ জামাল
সর্বশেষ খবর
পাঁচ মাস পর অবশেষে মুক্তির বার্তা
পাঁচ মাস পর অবশেষে মুক্তির বার্তা
এমপিপুত্র প্রার্থী হওয়ায় ‘আগুন জ্বলছে’ সেলিম প্রধানের গায়ে
এমপিপুত্র প্রার্থী হওয়ায় ‘আগুন জ্বলছে’ সেলিম প্রধানের গায়ে
ব্রাজিলিয়ানের গোলে আবাহনীতে স্বস্তি
ব্রাজিলিয়ানের গোলে আবাহনীতে স্বস্তি
স্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!