X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘আমাদের জন্য শিরোপা কঠিন হয়ে গেলো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২২, ১২:২৫আপডেট : ০৪ জুলাই ২০২২, ১২:২৫

সাইফ স্পোর্টিংকে হারাতে পারলেই পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের কাছাকাছি পৌঁছে যেতো আবাহনী লিমিটেড। তখন দুই দলের পয়েন্টের ব্যবধান হতো চার। শিরোপা লড়াইয়ে ভালোমতো টিকে থাকতো আকাশি-নীল জার্সিধারীরা। কিন্তু আন্দ্রেস ক্রুসিয়ানির দলের কাছে বড় ব্যবধানে হেরে সেই স্বপ্ন এখন অনেকটা বিলীন। তাই শিরোপা স্বপ্ন ছেড়ে এখন রানার্সআপের দিকে মনোযোগ দিচ্ছে আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস।

মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে রবিবার শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়েও আবাহনী ম্যাচে ফিরে আসে। কিন্তু এরপর আর নিজেদের রক্ষণ দুর্গ নিরাপদ রাখতে পারেনি। চার গোলে ম্যাচ হেরেছে। এতেই কলিনদ্রেস-দোরিয়েল্তনদের শিরোপা লড়াইয়ে টিকে থাকার স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে পড়ে। বড় রকমের অঘটন না ঘটলে শিরোপার দেখা মিলবে না।

মারিও লেমসের দল ১৮ ম্যাচে দ্বিতীয় হারে আগের ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। বসুন্ধরা কিংস ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে। এখন শেষ চার ম্যাচের দুটিতে জিততে পারলে অস্কার ব্রুজনের দলের ট্রফি নিশ্চিত।

তাই আবাহনীর কোচ মারিও লেমস বাংলা ট্রিবিউনের কাছে হতাশা প্রকাশ করে বলেছেন, ‘আমাদের রক্ষণভাগ মোটেও ভালো খেলতে পারেনি। যদি আমরা সাইফের বিপক্ষে জিততে পারতাম তাহলে শিরোপা স্বপ্ন দেখা যেতো। এখন ম্যাচ হেরে সেই পথ অনেক কঠিন হয়ে পড়েছে। আমি মনে করি লিগ শিরোপা পাওয়া হবে না। বসুন্ধরা এগিয়ে থেকে ট্রফি জিতবে।’

সাইফের বিপক্ষে ম্যাচে হারের পিছনে ডিফেন্ডারদের পাশাপাশি গোলকিপারের দায় কম নয়। লেমসও তাই মনে করছেন,‘যে গোলগুলো খেয়েছি তা নিজেদের ভুলে। প্রতিপক্ষকে ঠিকমতো সামলাতে পারলে হয়তো হারতে হতো না। রক্ষণভাগকে আরও সতর্ক হয়ে খেলার দরকার ছিল।’

তবে এই ম্যাচে ছিলেন না ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগাস্তো। চোটের কারণে খেলতে পারেননি। অগাস্তোর না থাকাতে দল ক্ষতিগ্রস্ত হয়েছে। লেমসের তাই উপলব্ধি, ‘দেখুন আমরা কোনও ম্যাচেই চার বিদেশির সার্ভিস সেভাবে পাইনি। যার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। যদি সবার সার্ভিস সেভাবে পাওয়া যেতো তাহলে আরও ভালো পজিসনে দল থাকতে পারতো।’

এই মৌসুমে ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপের ট্রফি জিতেছে আবাহনী। লিগের শিরোপা অনেকটাই ধুলিস্যাত হওয়ার পর এখন রানার্সআপ হয়ে থাকতে চাইছে।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী