X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ধৈর্য ধরতে বললেন বার্সা কোচ

স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০২২, ১৩:৪৩আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১৩:৪৫

প্রত্যাশার পারদ উঁচুতে থাকা তো স্বাভাবিকই। নতুন দিনের আশায় বার্সেলোনা বেঞ্চ সমৃদ্ধ করেছে। নিউ সাইনিংদের নিবন্ধন করানোর ঝামেলা দেখা দিলেও তা কেটে গেছে যথাসময়ে। সামার সাইনিং রবের্ত লেভানদোভস্কি, রাফিনহা ও আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন শুরুর একাদশেও নামার সুযোগ পেয়েছেন। কিন্তু প্রত্যাশিত ওই ঝলক দেখা গেলো না। বরং লা লিগার উদ্বোধনী ম্যাচে রায়ো ভায়েকানোর সঙ্গে ম্যাচটা হয়েছে গোলশূন্য ড্র।

বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ হতাশাজনক পরিস্থিতিটা বুঝতে পেরেছেন বলেই এখন ধৈর্য ধরতে বলেছেন ভক্তদের, ‘অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমরা সবাইকে দেখাতে চেয়েছিলাম, সঠিক পথে আছি। তাদের মাঝে সেই আস্থাটা ফিরিয়ে আনতে চেয়েছিলাম। এখন তাদের কাছে একটাই চাওয়া ধৈর্য। এখনও সময় আছে… আমরা এই গেম মডেলেই বিশ্বাস রাখতে চাই। কারণ সফলতার জন্য এটাই সঠিক কর্মপন্থা।’

অবশ্য বার্সেলোনার হয়ে প্রতিযোগিতামূলক অভিষেক ম্যাচ খেলতে নামা লেভানদোভস্কি সুযোগ পাননি এমনও নয়। ১২ মিনিটে জাল কাঁপিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য অফসাইডে বাতিল হয়ে যায় তা।

সুবর্ণ সুযোগটি মিস করেছেন রাফিনহা। প্রথমার্ধে উসমান দেম্বেলের কাটব্যাক থেকে বল পেয়েও সাবেক লিডস ইউনাইটেড তারকা বল মেরে বসেন ক্রসবারের ওপর দিয়ে। ভায়েকানোর গোলকিপার দিমিত্রিয়েভস্কিকেও কৃতিত্ব দিতে হবে। বদলি হয়ে নামা আনসু ফাতি প্রায় গোল পেয়েই যাচ্ছিলেন। কিন্তু তার প্রথম চেষ্টার শট ঠেকিয়ে দেন দিমিত্রিয়েভস্কি। 

যা নিয়ে আক্ষেপের সঙ্গে প্রতিপক্ষ গোলকিপারের প্রশংসাও করেছেন জাভি, ‘কঠিন ছিল ম্যাচটা। রায়ো খুবই ভালো ডিফেন্ড করেছে। ওদের গোলকিপার তো দুর্দান্ত মাত্রায় খেলছিল। কঠিন ছিল তা স্বীকার করি, কিন্তু কমপক্ষে একটি গোল করার সুযোগ আমাদের ছিল।’

/ এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবৈধ অটোরিকশা-ইজিবাইককে লাইসেন্সের আওতায় আনার দাবি
অবৈধ অটোরিকশা-ইজিবাইককে লাইসেন্সের আওতায় আনার দাবি
বাংলাদেশ ও কাতারের মধ্যে ৫টি চুক্তি এবং ৫টি সমঝোতা স্মারক সই
বাংলাদেশ ও কাতারের মধ্যে ৫টি চুক্তি এবং ৫টি সমঝোতা স্মারক সই
যুক্তরাষ্ট্র থেকে পার্সেলে তরুণদের কাছে আসছে কোটি টাকার মাদক
যুক্তরাষ্ট্র থেকে পার্সেলে তরুণদের কাছে আসছে কোটি টাকার মাদক
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ অধিকার প্রধান   
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ অধিকার প্রধান  
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা