X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে দিতে পারেন লেভানডোভস্কি

তানজীম আহমেদ, দোহা (কাতার থেকে)
৩০ নভেম্বর ২০২২, ০৯:০০আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১৬:০৬

সৌদি আরবের কপাল মন্দ। পোল্যান্ডের বিপক্ষে সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে পারেনি। আক্রমণগুলো নস্যাৎ হয়েছে নিজেদের ব্যর্থতায় কিংবা পোলিশদের বাধার মুখে। না হলে সেই ম্যাচ জিতলে অবাক হওয়ার কিছু থাকতো না। পোলিশরা ঠিকই নিজেদের জাত চিনিয়েছে। আক্রমণ করে দুই গোলও বের করে নিয়ে হাসিমুখে মাঠ ছেড়েছে। জিলেনিস্কির পর লেভানডোভস্কি দলের অন্যতম ত্রাতা। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে তাই জিলেনিস্কি ছাড়াও তুরুপের তাস হতে পারেন ৩৪ বছর বয়সী লেভানডোভস্কি।

আর সেটা তো সংবাদ সম্মেলনে পরিষ্কার হয়ে গেছে। আর্জেন্টিনার হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের  রক্ষণ সামলানো মার্টিনেজ। পোলিশদের যে আলাদা করে সমীহ করছে তার দল তা অকপটে বলে দিতে কার্পণ্য করেননি। আর প্রতিপক্ষের লেভানডোভস্কিকে যে তার দল সমীহ করছে তা বুঝিয়ে দিয়েছেন। মার্টিনিজের সতর্কবার্তা, ‘আমার মনে হয় শুরুটা কঠিন হবে। সবাই জয়ের জন্য খেলবে। যখন আমরা আক্রমণ করবো তখন তা সফল করতে হবে। পোল্যান্ড অনেক কঠিন প্রতিপক্ষ। তাদের রক্ষণভাগও ভালো করছে। এছাড়া লেভানডোভস্কির মতো খেলোয়াড় আছে। আমরা জানি সে ভালো খেলে থাকে। তাই পুরো ম্যাচজুড়ে রক্ষণভাগ জমাট রাখতে হবে। ম্যাচজুড়ে আমাদের দৃষ্টি রেখে খেলতে হবে।

লেভানডোভস্কি পোল্যান্ডের হয়ে কম ম্যাচ খেলেননি। ১৩৬ ম্যাচে ৭৭ গোল করে নিজের উপস্থিতি জানান দিয়েছেন। তার ক্লাব ক্যারিয়ারও কম সমৃদ্ধ নয়। বায়ার্ন মিউনিখের হয়ে ২৫৩ ম্যাচে ২৩৮ টি গোল তার ঝুলিতে। এছাড়া এই মৌসুমে বার্সেলোনার হয়ে খেলে ১৪ ম্যাচে ১৩ গোল করে নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন।

তাই পোলিশরা ৩৪ বছর বয়সী তারকার ওপর ভরসা রাখতেই পারে। নিজেদের রক্ষণভাগ অটুট রেখে যদি আর্জেন্টিনাকে বধ করা যায়। তাহলে তো মরুর বুকে বড় ঘটনার জন্ম হবে। যেখানে পোলিশদের নকআউটে যেতে প্রয়োজন এক পয়েন্ট, সেখানে মেসিদের পূর্ণ পয়েন্ট হলে সামনের রাস্তা খুলে যাবে। তাই লেভানডোভস্কিকে আটকাতেই হবে। শুধু তাই নয় নজর রাখতে হবে অন্য ফরোয়ার্ডদের ঠিকঠাক আটকানোর দিকেও। না হলে পারস্য উপসাগরে হতাশার চিত্রনাট্য নতুন করে লিখতে হবে। মেসি-ডি মারিয়া নিশ্চয়ই তা হতে দেবেন না। প্রতিপক্ষকে আটকে রেখে লক্ষ্যভেদ করে এগিয়ে যাওয়ার মিশন যে তাদের।

/এমআর/
সম্পর্কিত
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
আর্জেন্টিনাকে হারিয়ে আলোচনায় আসা সৌদি কোচের পদত্যাগ
সর্বশেষ খবর
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ