X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

কাবরেরাকে নিয়ে আশাবাদী কাজী নাবিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২৩, ১৮:৪১আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৮:৫১

গত বছর ঢাকায় এসেই হাভিয়ের কাবরেরা প্রিমিয়ার লিগের বিভিন্ন ক্লাব পরিদর্শন করেছেন। খেলোয়াড়দের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা ছিল শুরু থেকেই। তার অধীনে ৮টি ম্যাচ খেলার সুযোগ হয়েছে বাংলাদেশ দলের। সবকিছু পর্যালোচনা করে জাতীয় দল কমিটি তার চুক্তি আরও এক বছরের জন্য বাড়িয়েছে।

গত মাসেই জাতীয় দল কমিটির সভা হয়েছিল। সবকিছু ইতিবাচক ধরে কাবরেরার কাছে নতুন প্রস্তাব দেওয়ার পরই চুক্তি নবায়ন হয়েছে। জাতীয় দল কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ আজ এক ভিডিও বার্তায় এমন খবর জানিয়ে বলেছেন, ‘আপনারা সবাই জানেন হাভিয়ের কাবরেরা গত এক বছর ধরে বাফুফের সঙ্গে কাজ করে যাচ্ছেন। তার সঙ্গে আলোচনা করে ও অন্য সবকিছু পর্যালোচনা করে জাতীয় দল কমিটি গত মাসে সিদ্ধান্ত নিয়েছে আগামী এক বছরের জন্য চুক্তি নবায়ন করতে। এরইমধ্যে তার কাছে চুক্তিপত্র পাঠিয়েছিলাম। উভয়পক্ষের এরই মধ্যে চুক্তি স্বাক্ষর হয়ে গেছে।’

এই বছর ফুটবল দলের সামনে ব্যস্তসূচি। রয়েছে অনেক আন্তর্জাতিক ব্যস্ততা। কাবরেরা এরমধ্যেই ঢাকায় চলে এসেছেন। তাই আগের মতোই ধারাবাহিকভাবে সব কাজ চালিয়ে নেওয়ার প্রতিশ্রুতি নাবিলের কণ্ঠে, ‘গতকাল সে (কাবরেরা) বাংলাদেশে পৌঁছেছেন। এই বছরের যে কাজ রয়েছে গত বছরের আলোকে তার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এই বছর অনেক গুরুত্বপূর্ণ খেলা রয়েছে। এএফসির বাছাই পর্বের খেলা রয়েছে। রয়েছে অনূর্ধ্ব-২৩ দলের খেলাও। তাছাড়া অন্য বয়সভিত্তিক ও ফিফা উইন্ডোর ম্যাচও রয়েছে।’

এবারই প্রথমবারের মতো ইউরোপিয়ান ফুটবলের আদলে প্রিমিয়ার লিগ বিরতিতে সপ্তাহে একদিন ফেডারেশন কাপের খেলা হচ্ছে। জাতীয় দল কমিটির প্রত্যাশা, ঘরোয়া কর্মসূচির সঙ্গে তাল মিলিয়ে জাতীয় দলের প্রস্তুতির কাজও চলবে। কাজী নাবিল বলেছেন, ‘আশা করছি চলমান ফেডারেশন কাপ ও লিগের ম্যাচের পাশাপাশি জাতীয় দলের প্রস্তুতির কাজ অব্যাহত রাখতে পারবো। কাবরেরার সঙ্গে আলোচনা করে জাতীয় দলের কমিটির পক্ষ থেকে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। সেই অনুযায়ী ২০২৩ সালে আমাদের জাতীয় দলের কাজগুলো এগিয়ে যাবে।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
যশোরে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন কাজী নাবিল এমপি
কঠিন ম্যাচ জিতে বাংলাদেশের মানুষদের ধন্যবাদ দিলেন ফিলিস্তিন কোচ
আমাদের দল নিয়ে গর্বিত হওয়া উচিত: বাংলাদেশ কোচ
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন