X
বুধবার, ২২ মার্চ ২০২৩
৮ চৈত্র ১৪২৯

কাবরেরাকে নিয়ে আশাবাদী কাজী নাবিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২৩, ১৮:৪১আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৮:৫১

গত বছর ঢাকায় এসেই হাভিয়ের কাবরেরা প্রিমিয়ার লিগের বিভিন্ন ক্লাব পরিদর্শন করেছেন। খেলোয়াড়দের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা ছিল শুরু থেকেই। তার অধীনে ৮টি ম্যাচ খেলার সুযোগ হয়েছে বাংলাদেশ দলের। সবকিছু পর্যালোচনা করে জাতীয় দল কমিটি তার চুক্তি আরও এক বছরের জন্য বাড়িয়েছে।

গত মাসেই জাতীয় দল কমিটির সভা হয়েছিল। সবকিছু ইতিবাচক ধরে কাবরেরার কাছে নতুন প্রস্তাব দেওয়ার পরই চুক্তি নবায়ন হয়েছে। জাতীয় দল কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ আজ এক ভিডিও বার্তায় এমন খবর জানিয়ে বলেছেন, ‘আপনারা সবাই জানেন হাভিয়ের কাবরেরা গত এক বছর ধরে বাফুফের সঙ্গে কাজ করে যাচ্ছেন। তার সঙ্গে আলোচনা করে ও অন্য সবকিছু পর্যালোচনা করে জাতীয় দল কমিটি গত মাসে সিদ্ধান্ত নিয়েছে আগামী এক বছরের জন্য চুক্তি নবায়ন করতে। এরইমধ্যে তার কাছে চুক্তিপত্র পাঠিয়েছিলাম। উভয়পক্ষের এরই মধ্যে চুক্তি স্বাক্ষর হয়ে গেছে।’

এই বছর ফুটবল দলের সামনে ব্যস্তসূচি। রয়েছে অনেক আন্তর্জাতিক ব্যস্ততা। কাবরেরা এরমধ্যেই ঢাকায় চলে এসেছেন। তাই আগের মতোই ধারাবাহিকভাবে সব কাজ চালিয়ে নেওয়ার প্রতিশ্রুতি নাবিলের কণ্ঠে, ‘গতকাল সে (কাবরেরা) বাংলাদেশে পৌঁছেছেন। এই বছরের যে কাজ রয়েছে গত বছরের আলোকে তার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এই বছর অনেক গুরুত্বপূর্ণ খেলা রয়েছে। এএফসির বাছাই পর্বের খেলা রয়েছে। রয়েছে অনূর্ধ্ব-২৩ দলের খেলাও। তাছাড়া অন্য বয়সভিত্তিক ও ফিফা উইন্ডোর ম্যাচও রয়েছে।’

এবারই প্রথমবারের মতো ইউরোপিয়ান ফুটবলের আদলে প্রিমিয়ার লিগ বিরতিতে সপ্তাহে একদিন ফেডারেশন কাপের খেলা হচ্ছে। জাতীয় দল কমিটির প্রত্যাশা, ঘরোয়া কর্মসূচির সঙ্গে তাল মিলিয়ে জাতীয় দলের প্রস্তুতির কাজও চলবে। কাজী নাবিল বলেছেন, ‘আশা করছি চলমান ফেডারেশন কাপ ও লিগের ম্যাচের পাশাপাশি জাতীয় দলের প্রস্তুতির কাজ অব্যাহত রাখতে পারবো। কাবরেরার সঙ্গে আলোচনা করে জাতীয় দলের কমিটির পক্ষ থেকে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। সেই অনুযায়ী ২০২৩ সালে আমাদের জাতীয় দলের কাজগুলো এগিয়ে যাবে।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সর্বশেষ খবর
শহীদ মিনার বানিয়ে পুরস্কৃতদের জন্য শুদ্ধপ্রকাশের বই উপহার
শহীদ মিনার বানিয়ে পুরস্কৃতদের জন্য শুদ্ধপ্রকাশের বই উপহার
টিকটকের রিফ্রেশড কমিউনিটি গাইডলাইন
টিকটকের রিফ্রেশড কমিউনিটি গাইডলাইন
মালিবাগে বাস-ট্রেন সংঘর্ষ
মালিবাগে বাস-ট্রেন সংঘর্ষ
‘অপরিপক্ব লোকের হাতে মোটরসাইকেল চলে গেছে’
‘অপরিপক্ব লোকের হাতে মোটরসাইকেল চলে গেছে’
সর্বাধিক পঠিত
শাকিবের লাল গাড়ি উপহার, বুবলী-বীরের উচ্ছ্বাস
শাকিবের লাল গাড়ি উপহার, বুবলী-বীরের উচ্ছ্বাস
অভিভাবককে পা ধরতে বাধ্য করার অভিযোগ, বিচারকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা
অভিভাবককে পা ধরতে বাধ্য করার অভিযোগ, বিচারকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা
অনলাইনে বিক্রি হচ্ছে জাল নোট, মিলছে হোম ডেলিভারিও
অনলাইনে বিক্রি হচ্ছে জাল নোট, মিলছে হোম ডেলিভারিও
ইউক্রেন ইস্যুতে ইতিহাসের সঠিক পক্ষে রয়েছে চীন: শি জিনপিং
ইউক্রেন ইস্যুতে ইতিহাসের সঠিক পক্ষে রয়েছে চীন: শি জিনপিং
বিয়েতেও প্রতারণা করেছিলেন আরাভ, খোঁজ নেই প্রথম স্ত্রীর
বিয়েতেও প্রতারণা করেছিলেন আরাভ, খোঁজ নেই প্রথম স্ত্রীর