X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নেপালে সাফ জেতার পর এবার ঢাকার চ্যালেঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২৩, ১৭:৩২আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১৭:৩৫

গত সেপ্টেম্বরে নেপালে প্রথমবারের মতো নারীদের সাফে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এবার ঘরের মাঠে সাফের আরও একটি আসর হতে যাচ্ছে। তবে সিনিয়রদের নয়, অনূর্ধ্ব-২০ দলের। টুর্নামেন্ট শুরু হবে ৩ ফেব্রুয়ারি। নারীদের এই টুর্নামেন্টে তাই আরও একটি চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ।

মেয়েদের বয়সভিত্তিক সাফে বাংলাদেশ আগে দুইবার শিরোপা জিতেছে। একবার অনূর্ধ্ব-১৮ এবং আরেকবার অনূর্ধ্ব-১৯। এবার একই টুর্নামেন্ট হতে যাচ্ছে অনূর্ধ্ব-২০ পর্যায়েও।

এবারের আসরে অংশ নিচ্ছে ৪টি দল। স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হতে যাওয়া এই টুর্নামেন্টে সেরা দুই দল মুখোমুখি হবে ফাইনালে। খেলা হবে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে।

এই টুর্নামেন্টকে সামনে রেখে রবিবার ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। লিগের খেলা থেকে সুযোগ পাওয়া দলে নতুন মুখ দু’জন। তারা হলেন- আফরোজা খাতুন ও আইরিন খাতুন। এবারই প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন তারা।

গত বছরের সেপ্টেম্বর সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের ছয় সদস্যও দলে জায়গা পেয়েছেন। তারা হলেন- রুপনা চাকমা, ইতি রানী, সাথী বিশ্বাস, শাহসুন্নাহার জুনিয়র, স্বপ্না রানী ও সোহাগি কিসকু।

নতুন চ্যালেঞ্জে এই দল নিয়ে আশাবাদী বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন, ‘সাফের শিরোপা জয়ের পর মেয়েরাও জানে দেশবাসীর প্রত্যাশা বেড়েছে। নেপাল ও ভারত এখানে শক্তিশালী দল। তবে এটাও নিশ্চিত আমাদের মেয়েরা যে ভালো খেলবে, সেই আত্মবিশ্বাস আমাদের আছে। সেজন্য তারা প্রথম দিনের প্রস্তুতি থেকেই সেভাবে অনুশীলন করেছে।’

বাংলাদেশের ম্যাচের সময়:

৩ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৭টায়

বাংলাদেশ বনাম নেপাল

৫ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৭টা

বাংলাদেশ বনাম ভারত

৭ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৭ টা

বাংলাদেশ বনাম ভুটান

ফাইনাল: ৯ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৬টায়

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল:

গোলরক্ষক: রুপনা চাকমা, ইতি রানী, সাথী বিশ্বাস।

রক্ষণভাগ: সুরমা জান্নাত, আফিদা খন্দকার, নাসরিন আক্তার, কোহাতি কিসকু, ইতি খাতুন ও উন্নতি খাতুন।

মধ্যমাঠ: স্বপ্না রানী,সোহাগি কিসকু, মাহফুজা আক্তার, নওসোন জাহান, মিস রুপা, রেহেনা আক্তার, শামসুন্নাহার জুনিয়র (অধিনায়ক) ও হালিমা আক্তারম

আক্রমণভাগ: শাহেদা আক্তার রিপা, আকলিমা খাতুন, আনিক তানজুম, আইরিক খাতুন, আফরোজা খাতুন ও সুরভী আকন্দ প্রীতি।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
কঠিন ম্যাচ জিতে বাংলাদেশের মানুষদের ধন্যবাদ দিলেন ফিলিস্তিন কোচ
আমাদের দল নিয়ে গর্বিত হওয়া উচিত: বাংলাদেশ কোচ
নিজেদের মাঠে আমরা আরও বেশি শক্তিশালী: কাবরেরা
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া