ঘরোয়া ফুটবলে অপ্রতিদ্বন্দ্বী। কিন্তু ইউরোপের মহাদেশীয় ক্লাব টুর্নামেন্টে দ্যুতি ছড়াতে পারছে না। চাঁদের হাট বসিয়েও শিরোপা অধরাই থেকে গেছে পিএসজির। এবারও অসাধারণ কিছু করবে তার নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। কারণ, ফর্মহীনতা। ফরাসি কাপ থেকে ছিটকে যাওয়াসহ দুটি ম্যাচ হেরেছে। এই অবস্থায় আজ মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে তারা বায়ার্ন মিউনিখের মুখোমুখি।
বায়ার্ন কোচ হুলিয়ান নাগেলসমান অবশ্য এক্ষেত্রে ফর্মকে বিবেচ্য মনে করছেন না। ভিন্ন টুর্নামেন্ট হওয়ায় হুমকি মনে করেন তাদের। তার কথা, ঘরোয়া ফুটবলের ফর্ম এক্ষেত্রে প্রভাবক বিবেচিত হয় না। বিশেষ করে পিএসজি যে লক্ষ্য নিয়ে এতদিন ধরে দল গুছিয়েছে। ম্যাচের আগে তিনি বলেছেন, ‘লিগে পিএসজির যে অবস্থা, সেখানে আমাদের মনোযোগ নেই। কারণ এটা চ্যাম্পিয়নস লিগ, ভিন্ন প্রতিযোগিতা। আমি যতটুকু বুঝি এই টুর্নামেন্টের বিশেষ একটা মানে আছে ওদের কাছে। আর সেটা ভীষণ গুরুত্বপূর্ণ।’
পিএসজির ঘরোয়া ফর্ম ভালো না হলেও জার্মান জায়ান্টরা অপ্রতিরোধ্য। টানা তিন ম্যাচ জিতে টেবিলে এক পয়েন্টের ব্যবধান ধরে রেখে বুন্দেসলিগার শীর্ষেই রয়েছে। তবে ঘরোয়া ফুটবলে তাদের ফর্ম গড় মানের হলেও ইউরোপের টুর্নামেন্ট বিবেচনায় নিলে সেটা প্রতিপক্ষের জন্য ভীতিকর। গ্রুপ পর্বের ৬ ম্যাচের ৬টিতেই জিতেছে। গোল করেছে ১৮টি। বিপরীতে হজম হয়েছে মাত্র দুটি! তার পরেও নাগেলসমানের কাছে আজকের ম্যাচটার গুরুত্ব আলাদা। তার কথা, ‘আসলে চ্যাম্পিয়নস লিগে বেশি দূর যাওয়ার চেয়ে কেউ দ্রুত বিদায় নিলে মৌসুমটা তখন ভিন্নভাবে ব্যাখ্যা করবে। তাই চ্যাম্পিয়নস লিগ শুধু আমাদের ক্লাবের জন্যই নয় আমার জন্যও ভীষণ গুরুত্বপূর্ণ।’
বায়ার্নের জন্য হুমকি হতে পারে পিএসজির তারকা সমৃদ্ধ বেঞ্চ। যদিও চোট পাওয়া লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পেদের ফেরা নিয়ে অনিশ্চয়তা আছে। নাগেলসমান বড় বড় নামের কথা ভেবে বিপদে পড়তে চান না। তিনি বরং দল হিসেবে সব কিছুর মোকাবিলা করতে চান, ‘সব কিছু দলীয়ভাবে সামাল দিতে হবে। নেইমার কিংবা এমবাপ্পের আসার আগেই পাস রুখে দিতে হবে। তাছাড়া অন্যান্য খেলোয়াড়দের দিকেও আমাদের মনোযোগ দিতে হবে। ’
মঙ্গলবার দিবাগত রাত ২টায় ম্যাচ প্যারিসে অনুষ্ঠিত হবে ম্যাচ। ম্যাচটি সরাসরি দেখাবে সনি টেন-২।