চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর রসদ খুঁজছিল পিএসজি। কিন্তু লিগ ওয়ানেও তার দেখা মিললো না। বরং ঘরের মাঠে দুই বছরে প্রথম পরাজয়ের তিক্ত স্বাদ পেতে হয়েছে। পঞ্চমস্থানে থাকা রেনের কাছে ২-০ গোলে পরাজিত হয়ে পয়েন্ট হারিয়েছে।
পার্ক দ্য প্রিন্সেসে পিএসজি হার দেখেছে ৭৫১দিন পর। তাদের সর্বশেষ হারটি ছিল ২০২১ সালের এপ্রিলে। মেসি যোগ দেওয়ার পর ঘরের মাঠে প্রথম হারও এটি। সর্বশেষ জানুয়ারিতে অ্যাওয়ে ম্যাচেও রেনের কাছে পরাজয় দেখেছিল তারা। ভাগ্য বদলালো না ফিরতি দেখাতেও। সব মিলে লিগ ওয়ানে এটি মেসিদের চতুর্থ পরাজয়। যার সব এসেছে এই বছর।
শুরুতে বেশ কিছু সুযোগ পেয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। একটি গোল অফসাইডে বাতিল হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত রক্ষণ ভাঙতে পারেননি প্রতিপক্ষের। সার্বিকভাবে দলের আক্রমণও ছিল ধারহীন। উল্টো ডেডলক ভেঙেছে রেন। দুই অর্ধে একটি করে গোল করে আধিপত্য বজায় রেখেছে। ৪৫ মিনিটে প্রথম গোলটি করেছেন কার্ল তোকো ইকাম্বি। প্রতি আক্রমণে ৪৮ মিনিটে দ্বিতীয় গোলটি করেছেন কালিমুয়েন্দো। তার পর পিএসজি কোচ ক্রিস্টফ গালতিয়ের কৌশলে পরিবর্তনসহ নানা পদক্ষেপ নিলেও শিষ্যদের উজ্জ্বীবিত করতে ব্যর্থ হয়েছেন।