X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

এখনও আর্জেন্টিনায় খেলার স্বপ্ন দেখেন জামাল!

তানজীম আহমেদ, সিলেট থেকে
২৭ মার্চ ২০২৩, ০৮:৫৭আপডেট : ২৭ মার্চ ২০২৩, ০৯:৫৭

হঠাৎ করে  আর্জেন্টিনার তৃতীয় স্তরের ক্লাব সোল দা মায়ায় খেলার আমন্ত্রণ পেয়েছিলেন জামাল ভূঁইয়া। বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাঝ পথে প্রস্তাব পেয়ে সেখানে খেলার জন্য বেশ দৌঁড়-ঝাঁপ করেছিলেন ৩২ বছর বয়সী মিডফিল্ডার। কিন্তু তার বর্তমান ক্লাব শেখ রাসেল অনুমতি না দেওয়ায় আর যাওয়া হয়নি। তবে এখনও পুরোপুরি আশা ছাড়েননি। এই মৌসুমে শেখ রাসেলে কাটিয়ে এরপরই আর্জেন্টিনার ক্লাবে খেলার সুপ্ত ইচ্ছা তার।

বর্তমানে সেশেলসের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ নিয়ে ব্যস্ত জামাল। প্রথম ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে হারিয়েছে পূর্ব আফ্রিকার দ্বীপ দেশটিকে। আগামী মঙ্গলবার দ্বিতীয় ও শেষ ম্যাচটি হতে যাচ্ছে। ফিফা উইন্ডো শেষ হলেই আবারও ক্লাবে ফিরে যাবেন জামালসহ সবাই। 

সেশেলসের বিপক্ষে ম্যাচের আগে সিলেট জেলা স্টেডিয়ামে আর্জেন্টিনার ক্লাবে খেলা প্রসঙ্গে কথা হয় জামালের সঙ্গে।

এক ফাঁকে জামাল বলেছেন, ‘আমি এখন সেশেলস ম্যাচ নিয়ে ব্যস্ত। এরপর ক্লাবের ব্যস্ত সূচি রয়েছে।  ইচ্ছা থাকা সত্ত্বেও আর্জেন্টিনার ক্লাবে খেলা হয়নি।  এবার সেখানে যাওয়া হয়নি। এই বলে ভবিষ্যতে যে যাওয়া হবে না তা নয়। বাংলাদেশে ঘরোয়া মৌসুম শেষ হলেই সেখানে গিয়ে খেলার ইচ্ছা আছে।’

সোল দা মায়ার হয়ে ফিরতি লিগে খেলার ইচ্ছা জামালের। বাংলাদেশ লিগ শেষ হওয়ার কথা রয়েছে জুলাইতে। ততক্ষণে আর্জেন্টিনাতে ফিরতি লিগ শুরু হয়ে যাবে। জামাল তাই বলছিলেন, ‘সূচিটা যেভাবে আছে তাতে করে সেখানে গিয়ে খেলা সম্ভব। তবে এখন সব চিন্তা জাতীয় দল ও শেখ রাসেলকে ঘিরে।’

সোল দা মায়ার আকর্ষণীয় প্রস্তাব জামালকে বেশ টানছে। সেখানকার লিগে খেলে আরও ঋদ্ধ হতে চাইছেন ডেনমার্ক প্রবাসী ফুটবলার, ‘ওই দলে সাতজন বিদেশি আছে। ওরা নতুন করে ক্লাবকে শক্তিশালী করেছে। অর্থ যোগ হয়েছে। যদি আমি যাই তাহলে আমার পারিশ্রমিকও ভালো থাকবে। এছাড়া আর্জেন্টিনায় খেলতে পারলে নতুন অভিজ্ঞতা হবে। আসলে আমি আশা ছাড়ছি না। আমাদের এখানে মৌসুম শেষ হলে সেখানে খেলার পরিকল্পনা আছে। এখন দেখা যাক কী হয়।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি