X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

মেসিকে ফেরাতে লা লিগার সঙ্গে বার্সার আলোচনা হয়েছে বললেন জাভি

স্পোর্টস ডেস্ক
২৯ এপ্রিল ২০২৩, ১৯:২৩আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১৯:২৩

লিওনেল মেসিকে বার্সেলোনায় ফেরাতে কোমর বেঁধে নেমেছে ক্লাব কর্তৃপক্ষ। আগামী জুনে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে ফ্রি এজেন্ট আর্জেন্টাইন ফরোয়ার্ড। কিন্তু ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের কারণে তার সঙ্গে চুক্তি করতে সমস্যা হবে কাতালান জায়ান্টদের। কোন উপায়ে তাকে ফেরানো যায়, সেটা খুঁজে বের করতে লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে বার্সা আলোচনা করেছে বলে স্বীকার করলেন কোচ জাভি হার্নান্দেজ।

২০২১ সালে আর্থিক সংকটের কারণে ফ্রি এজেন্ট হয়ে পিএসজিতে যোগ দেন মেসি। সেখানেও দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। ফরাসি চ্যাম্পিয়নরা চুক্তি বাড়ানোর ব্যাপারে খুব একটা তৎপর নয়। এই সুযোগে ন্যু ক্যাম্পে ৩৫ বছর বয়সী ফরোয়ার্ডকে ফেরাতে মরিয়া বার্সা।

জাভি সাংবাদিকদের বলেন, ‘হ্যাঁ (লা লিগার সঙ্গে বার্সার বৈঠক) হয়েছে। কিন্তু শুধু লিওর সম্ভাব্য ফেরা নিয়ে নয়। আগামী বছর কীভাবে স্কোয়াডের উন্নতি করা যায় সেটাও। কিন্তু এটা গুরুত্বপূর্ণ ইস্যু নয়, লিগ জেতা বাকি আছে। আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ আছে সামনে। এটা মাতেউর (আলেমানি) ব্যাপার, তিনি আমাদের জানিয়েছেন।’

আলোচনা কোন পর্যায়ে জানতে চাইলে কোচ বলেছেন, ‘তাত্ত্বিকভাবে সবকিছু ভালো যাচ্ছে। শেষ পর্যন্ত কী হয়, চুক্তি হয় কি হয় না জানি না আমরা। এখনই এই ব্যাপারে কিছু বলা তাড়াতাড়ি হয়ে যায়। আমরা বেতিসের বিপক্ষে ম্যাচ নিয়ে ভাবছি এবং লা লিগা জয়ের চিন্তা। তারপর সম্ভাব্য চুক্তি নিয়ে কথা বলা যাবে।’

কদিন আগে রায়ো ভায়েকানোর কাছে আকস্মিক হার মানে বার্সা। তারপরও লিগ টেবিলের শীর্ষে এককভাবে তারাই অবস্থান করছে। আগের দিন রিয়াল মাদ্রিদও জিরোনার মাঠে হেরে যাওয়ায় তাদের মধ্যে দূরত্ব ১১ পয়েন্টের।

/এফএইচএম/
সম্পর্কিত
মেসির ফেরার ম্যাচে কষ্ট করে জিতলো মায়ামি
বার্সা-মেসির চুক্তির ন্যাপকিন পেপার নিলামে বিক্রি হয়েছে ১১ কোটি টাকায়
কোপা আমেরিকার প্রস্তুতিতে আর্জেন্টিনার দুই ম্যাচ
সর্বশেষ খবর
ওএমএস বিতরণে গাফিলতি হলে জেল-জরিমানার হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
ওএমএস বিতরণে গাফিলতি হলে জেল-জরিমানার হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
তাইওয়ানের পার্লামেন্টে এমপিদের হাতাহাতির ভিডিও ভাইরাল
তাইওয়ানের পার্লামেন্টে এমপিদের হাতাহাতির ভিডিও ভাইরাল
দ্বিতীয় ধাপে ৭১ শতাংশ প্রার্থী ব্যবসায়ী, আয় বেড়েছে ৫৩৩৬ শতাংশ
টিআইবির বিশ্লেষণদ্বিতীয় ধাপে ৭১ শতাংশ প্রার্থী ব্যবসায়ী, আয় বেড়েছে ৫৩৩৬ শতাংশ
বাবার জন্মশতবর্ষে কন্যার বর্ণিল আয়োজন
স্মরণে কলিম শরাফীবাবার জন্মশতবর্ষে কন্যার বর্ণিল আয়োজন
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোদির ভারতে কেমন আছেন মুসলিমরা?
মোদির ভারতে কেমন আছেন মুসলিমরা?