দীর্ঘ ১৪ বছর পর ফেডারেশন কাপ ফুটবলে আবাহনী-মোহামেডান ফাইনাল হতে যাচ্ছে। এই ম্যাচ ঘিরে ঐতিহ্যবাহী ক্লাব দুটির ঝিমিয়ে পড়া সমর্থকদের মধ্যে কিছুটা হলেও উত্তেজনা কাজ করছে। ম্যাচটি হতে যাচ্ছে আগামী ৩০ মে। তার আগে কাল শুক্রবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রিমিয়ার লিগের ফিরতি পর্বে মুখোমুখি হতে যাচ্ছে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিকাল ৪টার ম্যাচটিতে আবাহনী চাইছে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে। আর মোহামেডান চাইছে ‘প্রতিশোধ’।
প্রিমিয়ার লিগে দুইদলের কেউই শিরোপা রেসে নেই। আবাহনী লিমিটেড ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। মোহামেডান এক ম্যাচ কম খেলে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। এমনিতে বসুন্ধরা কিংস কাল শেখ রাসেলকে হারালেই টানা চতুর্থ শিরোপা নিশ্চিত করবে। সেক্ষেত্রে আবাহনীকে লড়তে হচ্ছে রানার্সআপ ট্রফির জন্য।
আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমসের বিশ্বাস জয়ের জন্যই তার শিষ্যরা ঝাঁপিয়ে পড়বে, ‘আমরা তিন পয়েন্টের জন্য খেলবো। কোনও ছাড় দেওয়ার সুযোগ নেই। জিততে পারলে তখন রানার্সআপ লড়াইয়ে এগিয়ে যেতে পারবো। তাছাড়া মোহামেডানের বিপক্ষে ম্যাচ। ভালো লড়াই হবে।’
প্রিমিয়ার লিগে প্রথম পর্বে আবাহনী ২-০ গোলে মোহামেডানকে হারিয়েছিল। সাদা-কালোরা সেটির পুনরাবৃত্তি চায় না। ফেডারেশন কাপের ফাইনালে উঠায় তাদের প্রত্যাশাও বেড়ে গেছে। ফলে দলটি আছে বেশ ফুরফুরে মেজাজে।
দলটির কোচ সাবেক তারকা ফুটবলার আলফাজ আহমেদ দায়িত্ব নিয়েই সাফল্য পাচ্ছেন। কালকের ম্যাচে যে একটু ভিন্ন লড়াই হবে, তার আভাস দিয়েছেন তিনি, ‘আগের বার আমি কোচ ছিলাম না। এবার দলে কিছু খেলোয়াড় পরিবর্তন এসেছে। এছাড়া ফর্মেশন বদলেও দল সাফল্য পাচ্ছে। আক্রমণাত্মক খেলে এবার আমরা আবাহনীকে হারাতে চাই। যেন ফেডারেশন কাপের ফাইনালের আগে দল আরও চাঙা হতে পারে।’