বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের আর্থিক অনিয়ম ও ফিফার অভিযোগ নিয়ে গঠিত তদন্ত কমিটির মেয়াদ কাল বুধবার শেষ হতে যাচ্ছে। ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট দেওয়ার কথা ছিল। কিন্তু মঙ্গলবারের অষ্টম সভার পর আরও ১৫ কার্যদিবস সময় চাওয়ার কথা জানিয়েছে তদন্ত কমিটি।
তদন্ত কমিটির প্রধান ও বাফুফের অন্যতম সহ-সভাপতি দীর্ঘ সভা শেষে রাতে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘সভায় আমরা ধারাবাহিক কাজ অব্যাহত রেখেছি। আজকেও বেশ কিছু কর্মকর্তাদের ডেকে বেশ কিছু পয়েন্টে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তথ্য নেওয়া হয়েছে। কাগজপত্র পরীক্ষা করে দেখা হয়েছে। কাজগুলো কীভাবে এগিয়ে নেবো সেই পথগুলো আরও বেশি আলোচনা করেছি।’
তদন্ত কমিটির মেয়াদ বাড়ানো প্রসঙ্গে কাজী নাবিল বলেছেন, ‘কাল বুধবার তদন্ত কমিটির মেয়াদ শেষ হবে। কালকেই সভাপতি মহোদয়ের কাছে চিঠি দিচ্ছি। যেন ১৫ দিন সময় বাড়ানো হয়। জিজ্ঞাসাবাদ করতে সময় লাগছে। রিপোর্ট দেখতেও সময় লাগছে।’
তদন্তে কেমন অগ্রগতি হয়েছে? এমন প্রশ্নের উত্তরে কাজী নাবিল বলেছেন, ‘তদন্ত জিনিসটা এমন যে, মাঝ পথে কিছু বলা যায় না। যে তথ্য পাচ্ছি তা নিয়ে কাজ করছি আমাদের মতো করে। সবকিছুই সার্বিক রিপোর্টের মধ্যে থাকবে।’