X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ বাছাইয়ের আগে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২৩, ২০:২২আপডেট : ১৭ জুলাই ২০২৩, ২০:৪৬

বিশ্বকাপ বাছাই পর্ব শুরু হতে যাচ্ছে আগামী অক্টোবর। তাতে অংশ নিচ্ছে বাংলাদেশও। সেজন্য প্রস্তুতিটাও ভালো করে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। বাছাইয়ের আগে সেপ্টেম্বরে ফিফা উইন্ডো রয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে প্রস্তুতির জন্য সিলেটে দুটি প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।

জাতীয় দলের অনুশীলন শুরু হবে আগামী ২০ আগস্ট। জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ সোমবার সভা শেষে তাদের পরিকল্পনা নিয়ে বলেছেন, ‘এই মুহূর্তে ত্রিদেশীয় সিরিজ হচ্ছে না। আসলে আমাদের মূল ফোকাস অক্টোবরে বিশ্বকাপ বাছাই। সেটার প্রস্তুতির জন্য দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবো।’

তবে প্রতিপক্ষ কারা সেটা এখনও ঠিক হয়নি। বাফুফে চাইছে শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিতে। আগামী ২৭ জুলাই বিশ্বকাপ বাছাইয়ের ড্র। সেদিনই আবার সভা করে প্রতিপক্ষ চূড়ান্ত হবে বলে জানিয়েছেন কাজী নাবিল, ‘সেপ্টেম্বরে দুটি ম্যাচ হবে।  প্রতিপক্ষ দলকে এখানে(সিলেটে) এসে খেলার জন্য বলা হবে। ২৭ জুলাই বাছাইয়ের ড্র। সেটা দেখে প্রতিপক্ষ নির্ধারণ করতে হবে।’

আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত আবার ফুটবলের ঠাসা সূচি। এ নিয়ে সভায় কী আলোচনা হয়েছে তার একটা ধারণাও দিয়েছেন তিনি, ‘সামনে আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে। সেপ্টেম্বরে ফিফা প্রীতি ম্যাচ। এএফসি অনূর্ধ্ব-২৩ ও এশিয়ান গেমস আছে। আবার সেসময় আবাহনী ও বসুন্ধরা কিংসের এএফসি কাপ রয়েছে। সবকটি-ই কাছাকাছি সময়ে। জাতীয় দলের জন্য যে কোচ আছে তিনিই থাকবেন। অনূর্ধ্ব-২৩ দলের জন্য জুলফিকার মাহমুদ মিন্টু রয়েছেন। এশিয়ান গেমসের জন্য কাবরেরা থাকবেন। আগস্টে জাতীয় দলের পাশাপাশি অনূর্ধ্ব-২৩ দলের অনুশীলনও শুরু হবে।’

এক সঙ্গে অনেক খেলা থাকায় খেলোয়াড়দের পরখ করার সুযোগ দেখছেন কাজী নাবিল, ‘এক সঙ্গে অনেক খেলা, এটা আবার সুযোগও। দেখা যাচ্ছে এখান থেকে খেলোয়াড় বের হয়ে আসতে পারে। তাহলে আমাদের জন্য ভালো হবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
৩৪জন পেলো ইয়েস কার্ড
সালাউদ্দিনের সমালোচনা আর ঢাকার গরম নিয়ে বাংলাদেশ কোচ যা বললেন
সর্বশেষ খবর
দাতা সংস্থাগুলো বাংলাদেশকে ঋণের শর্তে আটকে ফেলেছে: ক্যাব
দাতা সংস্থাগুলো বাংলাদেশকে ঋণের শর্তে আটকে ফেলেছে: ক্যাব
বৃষ্টিতে লবণ তুলতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারালেন দুই শ্রমিক
বৃষ্টিতে লবণ তুলতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারালেন দুই শ্রমিক
‘যুক্তরাষ্ট্রে ৯০০ শিক্ষার্থী গ্রেফতারের ঘটনা বিএনপির অত্যাচারের কথা মনে করিয়ে দেয়’
‘যুক্তরাষ্ট্রে ৯০০ শিক্ষার্থী গ্রেফতারের ঘটনা বিএনপির অত্যাচারের কথা মনে করিয়ে দেয়’
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ