পেশাদার লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগে খেলতে এসে খুব বেশি সুবিধা করতে পারেনি আজমপুর এফসি উত্তরা। অবনমন নিশ্চিত হয়েছে। সঙ্গে অনিয়মের জন্য বড় অঙ্কের জরিমানার মুখেও পড়েছে ক্লাবটি। চুক্তি অনুযায়ী চার বিদেশির পারিশ্রমিক না দেওয়ায় ফিফা থেকে ৯৫ হাজার ৮শ ডলার জরিমানা করা হয়েছে তাদের।
চার বিদেশি ফুটবলার হলেন- নাইজেরিয়ার লুকমান আদেফেমি আবেগুনরিন, পানামার রোজেলিও হুয়ারেজ রবিনসন, কলম্বিয়ার ইয়েসার আদ্রিয়ান মরেনো সার্না ও ইকুয়েডরের হোসে লুইস রিভেরা মিনা। তাদের যথাক্রমে ৭৮০০, ২৮০০০, ৩০০০০ ও ৩০০০০ হাজার ডলার দিতে বলা হয়েছে।
মূলত তিন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করেও না খেলানোর জন্য এবং নাইজেরিয়ান খেলোয়াড়কে খেলিয়ে তার অর্থ সময় মতো না দেওয়ায় জরিমানা গুনতে হচ্ছে। তার মধ্যে একজন খেলোয়াড়ের অর্থ সময় মতো না দেওয়ায় ফিফা থেকে খেলোয়াড় নিবন্ধন প্রক্রিয়া বন্ধ রাখতে বলা হয়েছে। বাকি তিন খেলোয়াড়ের পারিশ্রমিকও নির্ধারিত সময়ের মধ্যে না দিলে একই রায় হবে বলে জানা গেছে।
এই প্রসঙ্গে বাফুফের কম্পিটিশন কমিটির ম্যানেজার জাবের বিন তাহের আনসারী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘চার খেলোয়াড়ের জন্য আজমপুর উত্তরা ক্লাবকে ৯৫ হাজার ৮০০ ডলার ফিফা থেকে দিতে বলা হয়েছে। এরই মধ্যে একজনের অর্থ না দেওয়ায় খেলোয়াড় নিবন্ধন প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। সামনের দিকে ক্লাবটি আর কোনও নিবন্ধন প্রক্রিয়ায় যেতে পারবে না। বাকি তিন খেলোয়াড়ের জন্য ৪৫ দিন সময় এখনও পার হয়নি।’
আজমপুর এফসি উত্তরার সভাপতি সাইদুর রহমান মানিক বলেছেন,‘ফিফা থেকে আদেশ এসেছে। একটা ঝামেলা হয়েছে। আশা করছি, সমাধানও হয়ে যাবে।’