X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

পিএসজি ছেড়ে বার্সায় যেতে চান নেইমার, বিপক্ষে জাভি!

স্পোর্টস ডেস্ক
০৮ আগস্ট ২০২৩, ১০:১৫আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১০:৩৯

কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে এমনিতেই ঝামেলায় আছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। এবার ব্রাজিলিয়ান তারকা নেইমার সৃষ্টি করলেন আরেক সংকট। সুস্থ হয়ে ফিরে ফরাসি ক্লাবটিকে তিনি জানিয়ে দিয়েছেন, পিএসজিতে আর থাকতে চান না!  

অনেক দিন ধরে গুঞ্জন চলছে যে, ৩১ বছর বয়সী সাবেক ক্লাব বার্সায় ফিরতে চান। নতুন খবরটি হচ্ছে, সেই সম্ভাবনার পালে জোর হাওয়া দিচ্ছেন স্বয়ং নেইমার। তবে তা সহজ হবে কিনা সেটাই দেখার বিষয়! কারণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বার্সায় যাওয়ার ইচ্ছা থাকলেও কাতালানদের ভেতরে এ নিয়ে চলছে বিতর্ক। তার পক্ষে ও বিপক্ষে দুটি গ্রুপের সৃষ্টি হয়ে গেছে। ইএসপিএনের খবরে বলা হয়েছে, এক পক্ষ তার ফেরার পক্ষে থাকলেও আরেক পক্ষ তার ফেরার পক্ষে নয়। বিপক্ষ গ্রুপটির সদস্য খোদ বার্সা কোচ জাভি হার্নান্দেজ! তার বিশ্বাস বর্তমান বার্সা দলটিতে ব্রাজিল তারকা হয়তো খাপ খাবে না! তার ওপর রয়েছে ক্লাবটির আর্থিক সমস্যাও। নতুন মৌসুমে লা লিগা শুরুর আর ৬দিন বাকি। অথচ নতুন সাইনিং ইলকায় গুন্দোগান, ওরিওল রোমেউ ও ইনিগো মার্তিনেজকেই তারা নিবন্ধন করতে পারেনি। এমনকি যারা চুক্তি নবায়ন করেছে তারাও। 

এই অবস্থায় গেতাফের বিপক্ষে রবিবারের ম্যাচে খেলানোর জন্য ১৩জন খেলোয়াড় বৈধ হিসেবে আছে। সেটা ১১ জনেও নেমে আসতে পারে। কারণ, কয়েক দিনের মধ্যে হয়তো ফ্র্যাঙ্ক কেসি ও উসমান দেম্বেলের ক্লাব ছাড়ার প্রক্রিয়া বার্সা শুরু করতে পারে। ফলে নেইমার ইস্যু বার্সার বর্তমান পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। সেটা নেইমারের ইচ্ছা ও চুক্তি করার ক্ষেত্রে তার ছাড় দেওয়ার ভাবনা থাকার পরেও। জানা গেছে, এখনও সম্ভাব্য চুক্তি নিয়ে বার্সা ও পিএসজির মধ্যে কোনও আলোচনা হয়নি। 

/এফআইআর/    
সম্পর্কিত
অপেক্ষা আরও বাড়লো পিএসজির  
সেমিতে সেই পিএসজি, আরও ভালোভাবে প্রস্তুত ডর্টমুন্ড
রাতে নামছে বার্সা-পিএসজি
সর্বশেষ খবর
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘ধর্ষণে’ অসুস্থ স্কুলছাত্রীকে স্বামী পরিচয়ে হাসপাতালে ভর্তি করে যুবকের পলায়ন
‘ধর্ষণে’ অসুস্থ স্কুলছাত্রীকে স্বামী পরিচয়ে হাসপাতালে ভর্তি করে যুবকের পলায়ন
সড়ক নিরাপদ করতে প্রযুক্তিনির্ভর সমন্বিত সমাধান প্রয়োজন: মেয়র আতিক
সড়ক নিরাপদ করতে প্রযুক্তিনির্ভর সমন্বিত সমাধান প্রয়োজন: মেয়র আতিক
কুড়িগ্রামে এক বছরে আইনি সহায়তা পেয়েছেন ২২০ জন, অধিকাংশই নারী
কুড়িগ্রামে এক বছরে আইনি সহায়তা পেয়েছেন ২২০ জন, অধিকাংশই নারী
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে