উদ্বোধনী ম্যাচে গেতাফের সঙ্গে গোলশূন্য ড্রয়ে বার্সেলোনাকে সন্তুষ্ট থাকতে হয়েছিল। কাদিজের বিপক্ষেও একই অভিজ্ঞতা হতে পারতো। তীব্র প্রতিরোধ গড়া দলটিকে শেষ দিকের সাফল্যে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। তাতে প্রথম জয়ের দেখা পেয়েছে লা লিগায়।
ন্যু ক্যাম্প সংস্কারের মধ্য দিয়ে যাওয়ায় বার্সাকে খেলতে হচ্ছে লুইস কোম্পানির অলিম্পিক স্টেডিয়ামে। এই মাঠে লা লিগার প্রথম ম্যাচ খেলতে নেমেই সাফল্য পেয়েছে কাতালানরা। অবশ্য তাদের বেশির ভাগ সময় রুখে রাখতে অবদান কাদিজ গোলকিপার কোনান লেদেসমারের। শুরুর দিকে ১৬ বছর বয়সী ফরোয়ার্ড লামিন ইয়ামাল দু’বার আঘাত হেনেছিলেন। সেগুলো দারুণ রিফ্লেক্সে রুখে দিয়েছেন লেদেসমা। গোল না পেলেও এই ম্যাচ দিয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন ইয়ামাল। একবিংশ শতাব্দীতে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে লা লিগায় শুরুর একাদশে খেলতে নেমেছিলেন তিনি। তার আগের রেকর্ডটি ছিল ফাব্রিস ওলিনগার। ২০১২ সালে মালাগার হয়ে রেকর্ডটি করেছিলেন তিনি।
কাদিজ গোলকিপার তার পর দারুণ সব সেভে জুলস কুন্দে ও রবের্ত লেভানডোভস্কিকেও হতাশ করেছেন। সফরকারী কাদিজ অবশ্য প্রতি আক্রমণে ছিল ভীষণ ভয়ানক। দুটি সুযোগ তারা হাতছাড়া না করলে বিপদ হতে পারতো। কিন্তু দ্বিতীয়ার্ধে আক্রমণ গুছিয়ে আনে স্বাগতিক দল। শেষ পর্যন্ত ৮৩ মিনিটে ভাঙে ডেডলক। ইলকায় গুন্দোগানের পাস ধরে প্রথম গোলটি করেছেন পেদ্রি। যোগ হওয়া সময়ে ৯০+৪ মিনিটে ব্যবধান বাড়িয়ে দেন বদলি খেলোয়াড় তোরেস। প্রতিআক্রমণ থেকে লেভানডোভস্কির হেড থেকে পাওয়া বলে গোল করেন তিনি।