X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

জাপান, ভিয়েতনামের বিপক্ষে লড়াই করতে চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩১আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩১

প্রথমবারের মতো এশিয়ান গেমস ফুটবলে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী দল। আগামীকাল চীনের হাংজুর উদ্দেশে রওনা হবেন সাবিনা-সানজিদারা। সেখানে তারা গ্রুপ পর্বে খেলবে ২০১১ বিশ্ব চ্যাম্পিয়ন জাপান ও শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে। তাদের বিপক্ষে খেলে নতুন অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নিজেদের অবস্থানটাও দেখতে চাইছে বাংলাদেশ।

এশিয়ান গেমসে মেয়েদের ফুটবলে বাংলাদেশে শক্তিশালী গ্রুপে পড়েছে। মেয়েদের ফিফা র‌্যাঙ্কিংয়ে এশিয়ায় সবার ওপরে থাকা জাপানকে সামলাতে হবে। পাশাপাশি গ্রুপে আছে ৩৪তম স্থানে থাকা ভিয়েতনাম ও ১০১ নম্বর র‌্যাঙ্কিংধারী নেপাল। আর বাংলাদেশের অবস্থান ১৪২ নম্বরে।

র‌্যাঙ্কিংয়ে সবার পেছনে থেকে ২২ সেপ্টেম্বর জাপান ম্যাচ দিয়ে এশিয়ান গেমস শুরু করবেন সাবিনারা। শক্তিতে দুই দলের অনেক বড় ব্যবধান থাকলেও অধিনায়ক সাবিনা সাধ্যমতো লড়াই করতে চাইছেন, ‘জাপান একবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল। এবারও বিশ্বকাপ খেলেছে। তাদের সঙ্গে আমরা জিতবো, এটা আশা করা সমীচীন হবে না। তবে অবশ্যই আমরা লড়াইয়ের চেষ্টা করবো।’

নারী বিশ্বকাপ খেলা আরেকটি দল ভিয়েতনামের বিপক্ষে সাধ্যমতো লড়াই করতে চায় বাংলাদেশ। তবে নেপালের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামার অপেক্ষায়। সাবিনা তেমনই বলেছেন, ‘আমরা অন্তত নেপালকে হারাতে চাই। জাপান ও ভিয়েতনামের বিপক্ষে খেলার পর নেপালের সঙ্গে খেলবো। তাই একটা ভালো অভিজ্ঞতা থাকবে। আগামীতেও যেন গেমসে খেলতে পারি, তাই ইতিবাচক পারফরম্যান্স করে দেখাতে চাই। ’ 

বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু খেলোয়াড়ি ক্যারিয়ারে আগে এশিয়াডে খেলেছেন। এবার প্রথমবারের মতো মেয়েদের কোচ হয়ে যাচ্ছেন হাংজুতে। জাপানের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনটা সেভাবেই হয়েছে বলে জানালেন তিনি, ‘মহিলা ফুটবলে সিনিয়র দলই খেলে। তাই বিশ্বকাপ খেলা দলটিই অংশগ্রহণ করার কথা গেমসে। আমরা বল হারালে পাঁচ সেকেন্ডের মধ্যেই কেড়ে নিতে চাইবে, আমরা এটা ভেবেই অনুশীলন করেছি। আসলে আমরা হাংজুতে নিজেদের অবস্থানটাও দেখতে চাই, দল কেমন পারফরম্যান্স করতে পারে।’

/টিএ/এফএইচএম/

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৫ বছরেও হয়নি স্থায়ী বেড়িবাঁধ, বর্ষা এলেই আতঙ্কে থাকেন তারা
ধোবাউড়ায় নিতাই পাড়ের মানুষের কষ্ট২৫ বছরেও হয়নি স্থায়ী বেড়িবাঁধ, বর্ষা এলেই আতঙ্কে থাকেন তারা
অমৃতসরে ব্ল্যাকআউট মহড়া শুরু, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ
অমৃতসরে ব্ল্যাকআউট মহড়া শুরু, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ
টিভিতে আজকের খেলা (৮ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৮ মে, ২০২৫)
বিএনপি নেতার গোডাউন থেকে সরকারি ১১৯ বস্তা চাল উদ্ধার, মামলা করতে অনীহা খাদ্য বিভাগের
বিএনপি নেতার গোডাউন থেকে সরকারি ১১৯ বস্তা চাল উদ্ধার, মামলা করতে অনীহা খাদ্য বিভাগের
সর্বাধিক পঠিত
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
পাকিস্তানে ভারতের হামলাফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা