দেশের মাটিতে ইউরো চ্যাম্পিয়নশিপ। গত দুটি বিশ্বকাপে গ্রুপ পর্বেই ছিটকে যাওয়ার দুঃখ ভুলিয়ে দেওয়ার সুযোগ জার্মানির। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্স মোটেও ভালো নয়। যার মাশুল চাকরি হারিয়ে দিতে হয় হ্যান্সি ফ্লিককে। জার্মান ফুটবলের ইতিহাসে প্রথমবার ছাঁটাই করা হয় কোচকে। ইউরো মাঠে গড়ানোর ৯ মাস আগে জার্মানিকে দুর্দান্ত রূপে ফিরিয়ে আনার চ্যালেঞ্জ দেওয়া হলো জুলিয়ান নাগেলসম্যানকে।
বায়ার্ন মিউনিখের সাবেক কোচ নাগেলসম্যান আগামী জুলাই পর্যন্ত জার্মানির সঙ্গে চুক্তি করেছেন। যাতে করে চাইলে ইউরোর পর চলে যেতে পারেন। জার্মানির দ্বিতীয় সর্বকনিষ্ঠ কোচ হলেনক ৩৬ বছর বয়সী নাগেলসম্যান।
এক বিবৃতিতে এই কোচ বলেছেন, ‘আমাদের নিজ দেশে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের খেলা। এটা বিশেষ কিছু। এই চ্যালেঞ্জ নেওয়ার তীব্র আকাঙ্ক্ষা আমার।’
ফ্লিক বরখাস্ত হওয়ার আগে ১৭ ম্যাচে মাত্র চারটি জেতে জার্মানি। সেপ্টেম্বরের শুরুতে ভলফসবার্গে জাপানের কাছে ৪০১ গোলে প্রীতি ম্যাচে হারার পর চাকরি হারান তিনি। তার অধীনে গত বছর বিশ্বকাপে খেলে গ্রুপ পর্বেই বিদায় নেয় চারবারের চ্যাম্পিয়নরা।
বায়ার্নের মতো জার্মানি জাতীয় দলেও ফ্লিকের উত্তরসূরি হলেন নাগেলসম্যান। তার সহকারী হিসেবে কাজ করবেন বেঞ্জামিন গ্লুয়েক ও সান্দ্রো ওয়াগনার।
আগামী অক্টোবরে শুরু হচ্ছে নাগেলসম্যানের পরীক্ষা। আমেরিকা সফরে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে জার্মানি।