X
শনিবার, ১৭ মে ২০২৫
৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ড্র করে আর্জেন্টিনার কাছে শীর্ষস্থান হারালো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক 
১৩ অক্টোবর ২০২৩, ০৮:৫৭আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১৯:০৮

ফুটবল বিশ্বকাপ বাছাইয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জয় নিয়ে মাঠ ছাড়লেও ড্র করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ভেনিজুয়েলা তাদের ১-১ গোলে রুখে দিয়েছে। তাতে ঘরের মাঠে ২০১৫ সালের পর থেকে ব্রাজিলের টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডে ছেদ পড়েছে। 

অ্যারেনা পান্টানালে দীর্ঘক্ষণ আধিপত্য ছিল ব্রাজিলের। ৫০ মিনিটে শুরুর গোলে মনে হচ্ছিল পূর্ণ তিন পয়েন্ট নিয়েই তারা মাঠ ছাড়বে। কিন্তু প্রতিপক্ষকে চেপে ধরতে না পারায় শেষ মুহূর্তে গোল হজম করে তারা। ম্যাচটা যখন শেষ দিকে গড়াচ্ছে তখন কপাল পোড়ে সেলেসাওদের। ৮৫ মিনিটে বেল্লোর দর্শনীয় বাইসাইকেল গোলে সমতা ফেরায় ভেনিজুয়েলা।  

প্রথমার্ধে অবশ্য দুই দলেরই সুযোগ ছিল গোল করার। কিন্তু কেউই লক্ষ্যে বল পাঠাতে পারেনি। তেমনই এক চেষ্টায় নেইমারের শট চলে যায় বারের ওপর। কাসেমিরোও গোলের কাছে চলে এসেছিলেন। কিন্তু দারুণ ডাইভে তার লং রেঞ্জের শট প্রতিহত হয়েছে। তারপর দ্বিতীয়ার্ধের শুরুতে নেইমারের কর্নার থেকে আসে কাঙ্ক্ষিত গোল। অসাধারণ হেডে গাব্রিয়েল জালে বল পাঠিয়েছেন। তার কিছুক্ষণ পর টানা আক্রমণে নেইমার-রদ্রিগো গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। ৭১ মিনিটে ব্যবধান বাড়িয়েও দিয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু দুর্ভাগ্য অফসাইডের ফাঁদে পড়ায় বাতিল হয়ে যায় তা।    

ড্র করায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান থেকে সরে যেতে হলো তাদের। ৩ ম্যাচে ৩টি জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে স্থান নিয়েছে আর্জেন্টিনা। সমান ম্যাচে দুই জয় আর একটি ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ব্রাজিল দুইয়ে নেমে গেছে। 

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
আনচেলত্তির নিয়োগ ভালোভাবে নেননি ব্রাজিলের প্রেসিডেন্ট
জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে দলে ফিরলেন ব্রাজিল লিজেন্ড
ব্রাজিলে ব্যক্তিগত বিমানের পাশাপাশি আনচেলত্তি পাবেন বড় অঙ্কের বেতন
সর্বশেষ খবর
সাবেক চসিক কাউন্সিলর  শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার
সাবেক চসিক কাউন্সিলর শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
এক লাখ টাকা পর্যন্ত লভ্যাংশ আয়করমুক্ত রাখার প্রস্তাব
এক লাখ টাকা পর্যন্ত লভ্যাংশ আয়করমুক্ত রাখার প্রস্তাব
ভিয়েতনামে পণ্য খালাস এক দিনে, বাংলাদেশে লাগে এক সপ্তাহ: অ্যামচেম সভাপতি
ভিয়েতনামে পণ্য খালাস এক দিনে, বাংলাদেশে লাগে এক সপ্তাহ: অ্যামচেম সভাপতি
সর্বাধিক পঠিত
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
আত্মসমর্পণের পর স্ত্রীসহ কারাগারে মিল্টন সমাদ্দার
আত্মসমর্পণের পর স্ত্রীসহ কারাগারে মিল্টন সমাদ্দার