X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

আবাহনীকে ঘিরে ক্রুসিয়ানির নতুন চ্যালেঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২৩, ১৮:৫৩আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১৯:০৬

২০০৭ সালের পর আবারও আবাহনী লিমিটেডের হয়ে দায়িত্ব পালন করতে আর্জেন্টিনার কোচ দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি এখন ঢাকায়। দিন কয়েক অনুশীলনও করিয়েছেন হৃদয়, সোহেলদের। নতুন দায়িত্ব পেয়ে ৬১ বছর বয়সী কোচ ভীষণ রোমাঞ্চিত। আবার কঠিন চ্যালেঞ্জও অনুভব করছেন। কাল শুক্রবার থেকে মৌসুম শুরুর টুর্নামেন্ট স্বাধীনতা কাপ দিয়ে ক্রুসিয়ানির পরীক্ষা শুরু হতে যাচ্ছে। প্রথম ম্যাচে বিমানবাহিনীর মুখোমুখি হচ্ছে আকাশি-নীল জার্সিধারীরা। আর্জেন্টাইন কোচ তারপরও আত্মবিশ্বাসী।

গত মৌসুমে আবাহনী কোনও সাফল্য পায়নি। পায়নি কোনও টুর্নামেন্ট কিংবা লিগ শিরোপা। এবার মারিও লেমসের জায়গায় তাই টিম ম্যানেজমেন্ট ক্রুসিয়ানিকে উড়িয়ে এনেছে। যার অধীনে এক মৌসুম আগে সাইফ স্পোর্টিং ভালো নৈপুণ্য দেখিয়ে তৃতীয় হয়েছে। ক্রুসিয়ানি আবাহনীর দায়িত্ব নিয়ে বলেছেন, ‘আবাহনীতে এসে আমার ভালো লাগছে। এই দলটির ইতিহাস বেশ পুরোনো। আমি চেষ্টা করবো আবাহনীকে সাফল্য এনে দিতে। যেন টুর্নামেন্টের ট্রফি ও লিগ শিরোপা জেতা যায়। জানি তা কঠিন। বসুন্ধরার মতো শক্তিশালী দল রয়েছে। আমি মাত্রই এখানে এসেছি, সময় দিতে হবে। খেলোয়াড়রা এখনও শতভাগ ফিট নয়। তবে আমি আশাবাদী। আত্মবিশ্বাসী দল, সামনের দিকে ভালো করবে।’

সাফ ফুটবলে বাংলাদেশ সর্বশেষ ফাইনাল খেলেছিল ২০০৫ সালে পাকিস্তানের করাচিতে। সেই টুর্নামেন্টে কোচ ছিলেন ম্যারাডোনা-মেসিদের দেশের ক্রুসিয়ানি। একযুগ পর সাইফ স্পোর্টিংয়ের হেড কোচ হয়ে এলেও রেফারির সঙ্গে বাজে ব্যবহার করে ছয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। সেই ঘটনা নিয়ে আগেই ক্রুসিয়ানি বলেছিলেন, ‘আসলে কাজটা করা আমার ঠিক হয়নি। ঘটনাটা অত বড় কিছু ছিল না। আমি এর জন্য অনুতপ্ত। আশা করি এমনটি আর হবে না।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
শান্তর সেঞ্চুরিতে গাজীকে উড়িয়ে দিলো আবাহনী
তামিমদের উড়িয়ে সুপার লিগে দারুণ শুরু আবাহনীর
শরিফুলের গতিতে উড়ে গেলো শেখ জামাল
সর্বশেষ খবর
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
‘তাই বলে ১৯ গোল খাবো!’
‘তাই বলে ১৯ গোল খাবো!’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড