X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

লেবাননের বিপক্ষে লড়াইয়ের পাশাপাশি পয়েন্টও চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২৩, ০৯:৫২আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৯:৫৬

লড়াই কথাটা বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে ইদানিং খুব যায়। বড় বড় দলগুলোর সঙ্গে লড়াইয়ের দারুণ প্রদর্শনীতে প্রশংসা কুঁড়িয়েছে তারা। শেষ পর্যন্ত হতাশা সঙ্গী হয়েছে যদিও। এই বছর ভারতের সাফ চ্যাম্পিয়নশিপেই যেমন ৭৯ মিনিট পর্যন্ত লেবাননেরর বিপক্ষে দারুণ লড়াই করেও পরে দুই গোলে হার নিয়ে মাঠ ছেড়েছে। সুযোগ পেয়েও গোল করতে পারেনি মোরসালিন-রাকিবরা। তবে আজ বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বের ম্যাচে ঘরের মাঠে একই ভুল করতে চায় না জামাল ভূঁইয়ার দল। লেবাননের বিপক্ষে সাফের মতো নৈপুণ্য দেখিয়ে পয়েন্টের জন্য লড়াই করার পণ তাদের। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি হবে সন্ধ্যা পৌনে ছয়টায়। বসুন্ধরা কিংস অ্যারেনা থেকে ম্যাচটি সরাসরি দেখাবে টি স্পোর্টস। 

র‌্যাঙ্কিংয়ে লেবানন বেশ এগিয়ে। তাদের অবস্থান ১০৪ নম্বরে। আর বাংলাদেশের অবস্থান ১৮৩তম। দুই দলের র‌্যাঙ্কিংয়ে বিস্তর ব্যবধান থাকলেও লেবাননকে নিজেদের মাঠে বাংলাদেশের ধরাশায়ী করার পরিকল্পনা। যদিও দলের দুই নির্ভরযোগ্য ফুটবলার রাকিব হোসেন ও সাদ উদ্দিন না থাকায় দলের শক্তি কিছুটা খর্ব হয়েছে। তার পরেও কাবরেরা মনোবল হারাচ্ছেন না। মোরসালিন-ফাহিম-ইব্রাহিমদের ওপর আস্থা রাখছেন। রাকিব-সাদ না থাকায় আলমগীর মোল্লা ও দীপক রায়ের ২৩ জনের চূড়ান্ত স্কোয়াডে থাকার সুযোগ হয়েছে। যদিও ম্যাচের আগে সবার অবস্থা দেখে কোচ একাদশ চূড়ান্ত করবেন।

বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ পর্বে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুটা বাজেভাবে হওয়ায় চাপ কাজ করছে স্বাগতিক দলে। সাত গোলের বিশাল ব্যবধানে পরাজয়ের কথা ভাবতেই হতাশায় নুয়ে পড়ছে। তবে সেই ম্যাচটি ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাইছেন অধিনায়ক জামাল ভূঁইয়া, ‘আগের ম্যাচে যে ভুল করেছি তা এবার করতে চাই না। আমরা আগের ম্যাচ ভুলে যেতে চাই। সামনের দিকে এগিয়ে যাওয়াটাই এখন লক্ষ্য। আমি মনে করি লেবানন ও ফিলিস্তিনের বিপক্ষে পয়েন্ট নিতে পারবো। ওরা আমাদের চেয়ে এতো দূরে নয়। সবাই মিলে চেষ্টা করবো। আমরা ম্যাচের জন্য তৈরি।’

ঢাকায় ফিরে তিন দিনে লেবানন বধে পরিকল্পনা এঁটেছে দল। বাংলাদেশ যেমন প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে লেবানন কিন্তু তা করেনি। প্রথম ম্যাচে তারা ফিলিস্তিনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে। আবুধাবিতে সেই ম্যাচ খেলে আগেভাগেই ঢাকায় এসে এখানকার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করেছে। নতুন ক্রোয়েশিয়ান কোচ নিকোলা জুরসেভিচও চাইছেন দলকে পয়েন্ট এনে দিতে। বাংলাদেশকে সমীহ করে ভালো ম্যাচ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এখন দেখার বিষয় কিংস অ্যারেনায় নিজেদের মাঠে বাংলাদেশ কী করে! 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ফিলিস্তিনের কাছে আরেকটি হার বাংলাদেশের
ফিলিস্তিনের কাছে এবার হারতে চান না জামাল
আবাহনীতে কত নাম্বার জার্সি চেয়ে নিলেন জামাল?
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ