X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে আবাহনীর দারুণ জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৪, ১৭:২৭আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১৭:৪৭

ঢাকার মাঠে অভিষেকের অপেক্ষায় ছিলেন ব্রাজিলিয়ান ব্রুনো রোকার। ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেডের হয়ে স্মরণীয় হয়ে থাকলো তার অভিষেক। প্রথম ম্যাচেই করেছেন গোল। এরপর নাইজেরিয়ান এমেকা ও আরেক ব্রাজিলিয়ান ওয়াশিংটন ব্যবধান বাড়িয়েছেন। তাতে ফেডারেশন কাপের গ্রুপ পর্বে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে দাপুটে জয় পেয়েছে আন্দ্রেস ক্রুসিয়ানির শিষ্যরা। তারা জিতেছে ৩-০ গোলে। এই জয়ে আবার তাদের কোয়ার্টার ফাইনালও নিশ্চিত হয়েছে।

কিংস অ্যারেনায় আবাহনী লিমিটেড শুরু থেকে দাপট দেখাতে থাকে। সুযোগও তৈরি করেছে ধারাবাহিকভাবে। কিন্তু প্রথম গোল পেতে সময় লেগেছে। ১৫ মিনিটে ঢাকা আবাহনী গোলের ভালো সুযোগ পায়। অভিষিক্ত ব্রুনো রোকার ফ্রি-কিক থেকে এক খেলোয়াড়ের হেড পোস্টের কোণে লেগে প্রতিহত হয়েছে।

দুই মিনিট পর আবারও আঘাত হানেন ব্রুনো রোকার। বক্সের ভেতরে ঢুকে একজনকে কাটিয়ে মাটি গড়ানো শট নিয়েছিলেন। প্রতিপক্ষ গোলকিপার আশরাফুল রানা ডান দিকে ঝাঁপিয়ে তা রুখে দেন সঙ্গে সঙ্গে।

অপর দিকে চট্টগ্রাম আবাহনীর জাহেদুল প্রতিপক্ষের এক ডিফেন্ডারের ভুলে বল পেয়েও কিছু করতে পারেননি। বল ক্লিয়ার করেন ডিফেন্ডার মিলাদ শেখ।

অবশেষে ৪৩ মিনিটে এগিয়ে যায় আবাহনী। বক্সের বাইরে থেকে একজনকে ডজ দিয়ে জায়গা করে জোরালো শটে জাল কাঁপান ব্রুনো।

বিরতির পরও আবাহনী লিমিটেডের দাপট অব্যাহত থাকে। ৪৮ মিনিটে বাড়ে ব্যবধান।  ব্যবধান দ্বিগুণ করে ম্যাচে চালকের আসনে বসে আবাহনী। মাঝমাঠের একটু উপর থেকে আক্রমণের শুরু এমেকা ওগবাহর পা থেকে। অনেকটা এগিয়ে মেরাজ হোসেন অপিকে বল বাড়িয়ে বক্সে ঢুকে পড়েন এই নাইজেরিয়ান ফরোয়ার্ড। ফিরতি বল পেয়ে নিখুঁত টোকায় রানাকে পরাস্ত করেন ওগবাহ।
৮৩ মিনিটে আবাহনী লিমিটেডের স্কোর ৩-০ করেন ওয়াশিংটন। মেহেদী হাসান রয়েলের পাসে দ্রুত গতিতে বক্সে ঢুকে কোনাকুনি শটে দলকে তৃতীয় গোল উপহার দেন এই ব্রাজিলিয়ান।

১৩ ফেব্রুয়ারি আবাহনী-মোহামেডান ম্যাচেই ঠিক হবে গ্রুপ চ্যাম্পিয়ন হবে কোন দল।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
শান্তর সেঞ্চুরিতে গাজীকে উড়িয়ে দিলো আবাহনী
তামিমদের উড়িয়ে সুপার লিগে দারুণ শুরু আবাহনীর
শরিফুলের গতিতে উড়ে গেলো শেখ জামাল
সর্বশেষ খবর
চলছে আলোকচিত্র প্রদর্শনী ‘অল দ্য ওয়েদারস’
চলছে আলোকচিত্র প্রদর্শনী ‘অল দ্য ওয়েদারস’
প্রিয় দশ
প্রিয় দশ
সোহেল চৌধুরী হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা
সোহেল চৌধুরী হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা
সালাউদ্দিনের সমালোচনা আর ঢাকার গরম নিয়ে বাংলাদেশ কোচ যা বললেন
সালাউদ্দিনের সমালোচনা আর ঢাকার গরম নিয়ে বাংলাদেশ কোচ যা বললেন
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ