X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

জোনাথন ও হৃদয়ের গোলে জয়ে ফিরেছে আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৪আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৪

প্রিমিয়ার লিগে আগের ম্যাচে বসুন্ধরা কিংসের কাছে হেরে শিরোপা দৌড় থেকে অনেকটা পিছিয়ে পড়ে আবাহনী লিমিটেড। আজ যদিও পুলিশ এফসির বিপক্ষে জয় দিয়ে ট্র্যাকে ফিরেছে আন্দ্রেস ক্রুসিয়ানির দল। ব্রাজিলিয়ান জোনাথনের পর হৃদয়ের লক্ষ্যভেদে আবাহনী ২-১ গোলে পুলিশকে হারিয়েছে। আবাহনীর জালে আত্মঘাতী গোলটি ছিল আসাদুজ্জামান বাবলুর।

ময়মনসিংহ স্টেডিয়ামে আবাহনী আক্রমণে এগিয়ে ছিল। ম্যাচ ঘড়ির ১২ মিনিটে প্রথম গোল আসে। বাঁ প্রান্তে ওয়াশিংটনের নিচু ক্রসটি এক ডিফেন্ডার ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি। সামনে থাকা জোনাথন তা পেয়ে বাঁ পায়ের জোরালো শটে গোলকিপার আহসান হাবিবের পাশ দিয়ে জালে জড়িয়েছেন।

১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো। ওয়াশিংটন একাই বক্সের ভেতরে ঢুকে গোলকিপারকে একা পেয়েও লক্ষ্যে ঠিকঠাক শট নিতে পারেননি। আহসান হাবিব ডান হাত বাড়িয়ে সেটি রুখে দিয়েছেন। বিরতির পর দ্বিতীয় গোল আসে আবাহনীর। গোল করেছেন মোহাম্মদ হৃদয়। ৫১ মিনিটে ওয়াশিংটনের ব্যাক পাস থেকে বক্সের একটু ভেতরে মোহাম্মদ হৃদয় মাপা শটে গোলকিপারের ওপর দিয়ে দূরের পোস্ট দিয়ে জাল কাঁপান।

৬০ মিনিটে আবাহনী নিজেদের ভুলে গোল হজম করতে বসেছিল। সতীর্থের ব্যাকপাস থেকে গোলকিপার শহিদুল আলম সোহেল ঠিকমতো বল পায়ে রাখতে পারেননি। আরেকটু হলেই গোললাইন অতিক্রমের দশা হয়েছিল। শেষ মুহূর্তে সোহেলই ক্লিয়ার করে দলকে রক্ষা করেছেন।

৪ মিনিট পর অবশ্য শেষ রক্ষা হয়নি। আত্মঘাতী গোল হজম করে তারা। বক্সের বাইরে থেকে পুলিশ এফসির এক ফুটবলারের জোরালো শট আসাদুজ্জামান বাবলু ঠিকঠাক ক্লিয়ার করতে ব্যর্থ হন। বল পায়ের ওপরে লেগে গোলকিপারের একটু দূর দিয়ে জড়ায় জালে।

শেষের দিকে কোনও দল আর ব্যবধান বাড়াতে পারেনি।

দিনের অন্য ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারোনাতে শেখ রাসেল ও রহমতগঞ্জ গোলশূন্য ড্র করেছে।

আবাহনী ৬ ম্যাচে তৃতীয় জয়ে ১০ পয়েন্টে তৃতীয় স্থানে উঠে এসেছে। পুলিশ সমান ম্যাচে তৃতীয় হারে আগের ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমেছে। শেখ রাসেল ও রহমতগঞ্জ সমান ৬ পয়েন্ট করে পেয়েছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
শান্তর সেঞ্চুরিতে গাজীকে উড়িয়ে দিলো আবাহনী
তামিমদের উড়িয়ে সুপার লিগে দারুণ শুরু আবাহনীর
শরিফুলের গতিতে উড়ে গেলো শেখ জামাল
সর্বশেষ খবর
পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে গ্রেফতার ২০
পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে গ্রেফতার ২০
রিভ চ্যাট ভার্সন ৪.০ উন্মোচন
রিভ চ্যাট ভার্সন ৪.০ উন্মোচন
উচ্চশিক্ষার সাম্প্রতিক প্রবণতা
উচ্চশিক্ষার সাম্প্রতিক প্রবণতা
জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই