X
রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
২ ফাল্গুন ১৪৩১

জোনাথন ও হৃদয়ের গোলে জয়ে ফিরেছে আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৪আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৪

প্রিমিয়ার লিগে আগের ম্যাচে বসুন্ধরা কিংসের কাছে হেরে শিরোপা দৌড় থেকে অনেকটা পিছিয়ে পড়ে আবাহনী লিমিটেড। আজ যদিও পুলিশ এফসির বিপক্ষে জয় দিয়ে ট্র্যাকে ফিরেছে আন্দ্রেস ক্রুসিয়ানির দল। ব্রাজিলিয়ান জোনাথনের পর হৃদয়ের লক্ষ্যভেদে আবাহনী ২-১ গোলে পুলিশকে হারিয়েছে। আবাহনীর জালে আত্মঘাতী গোলটি ছিল আসাদুজ্জামান বাবলুর।

ময়মনসিংহ স্টেডিয়ামে আবাহনী আক্রমণে এগিয়ে ছিল। ম্যাচ ঘড়ির ১২ মিনিটে প্রথম গোল আসে। বাঁ প্রান্তে ওয়াশিংটনের নিচু ক্রসটি এক ডিফেন্ডার ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি। সামনে থাকা জোনাথন তা পেয়ে বাঁ পায়ের জোরালো শটে গোলকিপার আহসান হাবিবের পাশ দিয়ে জালে জড়িয়েছেন।

১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো। ওয়াশিংটন একাই বক্সের ভেতরে ঢুকে গোলকিপারকে একা পেয়েও লক্ষ্যে ঠিকঠাক শট নিতে পারেননি। আহসান হাবিব ডান হাত বাড়িয়ে সেটি রুখে দিয়েছেন। বিরতির পর দ্বিতীয় গোল আসে আবাহনীর। গোল করেছেন মোহাম্মদ হৃদয়। ৫১ মিনিটে ওয়াশিংটনের ব্যাক পাস থেকে বক্সের একটু ভেতরে মোহাম্মদ হৃদয় মাপা শটে গোলকিপারের ওপর দিয়ে দূরের পোস্ট দিয়ে জাল কাঁপান।

৬০ মিনিটে আবাহনী নিজেদের ভুলে গোল হজম করতে বসেছিল। সতীর্থের ব্যাকপাস থেকে গোলকিপার শহিদুল আলম সোহেল ঠিকমতো বল পায়ে রাখতে পারেননি। আরেকটু হলেই গোললাইন অতিক্রমের দশা হয়েছিল। শেষ মুহূর্তে সোহেলই ক্লিয়ার করে দলকে রক্ষা করেছেন।

৪ মিনিট পর অবশ্য শেষ রক্ষা হয়নি। আত্মঘাতী গোল হজম করে তারা। বক্সের বাইরে থেকে পুলিশ এফসির এক ফুটবলারের জোরালো শট আসাদুজ্জামান বাবলু ঠিকঠাক ক্লিয়ার করতে ব্যর্থ হন। বল পায়ের ওপরে লেগে গোলকিপারের একটু দূর দিয়ে জড়ায় জালে।

শেষের দিকে কোনও দল আর ব্যবধান বাড়াতে পারেনি।

দিনের অন্য ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারোনাতে শেখ রাসেল ও রহমতগঞ্জ গোলশূন্য ড্র করেছে।

আবাহনী ৬ ম্যাচে তৃতীয় জয়ে ১০ পয়েন্টে তৃতীয় স্থানে উঠে এসেছে। পুলিশ সমান ম্যাচে তৃতীয় হারে আগের ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমেছে। শেখ রাসেল ও রহমতগঞ্জ সমান ৬ পয়েন্ট করে পেয়েছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
নির্বাচক থেকে আবাহনীর কোচ হান্নান সরকার
আবারও আবাহনীর ত্রাতা মিতুল
৬ কেজি ওজন কমিয়ে আরও দুর্বার ইয়াসিন
সর্বশেষ খবর
আমাদের চূড়ান্ত লক্ষ্য জুলাই সনদ তৈরি করা: প্রধান উপদেষ্টা
আমাদের চূড়ান্ত লক্ষ্য জুলাই সনদ তৈরি করা: প্রধান উপদেষ্টা
বিনা মেঘে বজ্রপাত, শুকনো তিস্তায় হঠাৎ উজানের ঢল
বিনা মেঘে বজ্রপাত, শুকনো তিস্তায় হঠাৎ উজানের ঢল
অটোরিকশা ছিনতাই করতে ফালান মিয়াকে হত্যা করেছিল তারা
অটোরিকশা ছিনতাই করতে ফালান মিয়াকে হত্যা করেছিল তারা
কুয়েত যাচ্ছেন সেনাপ্রধান
কুয়েত যাচ্ছেন সেনাপ্রধান
সর্বাধিক পঠিত
কবি সোহেল হাসান গালিব কারাগারে
কবি সোহেল হাসান গালিব কারাগারে
ভালোবাসা দিবসে শহরের রাস্তায় উত্ত্যক্তের শিকার নারী সমন্বয়ক
ভালোবাসা দিবসে শহরের রাস্তায় উত্ত্যক্তের শিকার নারী সমন্বয়ক
ভারতের কাছে ট্রাম্পের যুদ্ধবিমান বিক্রির প্রস্তাবে ক্ষুব্ধ পাকিস্তান
ভারতের কাছে ট্রাম্পের যুদ্ধবিমান বিক্রির প্রস্তাবে ক্ষুব্ধ পাকিস্তান
আমরা চাই না অযোগ্য শাসক আমাদের শাসন করুক: হাসনাত আবদুল্লাহ
আমরা চাই না অযোগ্য শাসক আমাদের শাসন করুক: হাসনাত আবদুল্লাহ
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন