কয়েকদিন আগের কথা। ইএসপিএনকে লিওনেল মেসি বলেছেন, এখন অবসর চিন্তা মোটেও মাথায় নেই। কিন্তু ফুটবলটা খুব করে উপভোগ করছেন। কোপা আমেরিকা শুরুর আগে সেই ঝলকটাই দেখিয়েছেন তিনি। আর্জেন্টিনা প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে গুয়াতেমালাকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে। সেখানে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
আর্জেন্টিনার দাপুটে জয়ের বিপরীতে শুরুতে অবিশ্বাস্যভাবে লিড পেয়ে যায় গুয়াতেমালা। তার জন্য আর্জেন্টিনার রক্ষণের ভুল দায়ী। চার মিনিটে ফ্রি কিক থেকে শট নেন গুয়াতেমালার ওস্কার সানতিস। আর্জেন্টাইন গোলকিপার সেটি রুখে দিতে পেরেছিলেন। কিন্তু লিসান্দ্রো মার্তিনেজ বল ক্লিয়ার করতে গিয়ে বল পাঠান নিজেদের জালে!
আত্মঘাতী গোল হজমের পর কাতার বিশ্বকাপ জয়ীদের অবশ্য ম্যাচে ফিরতে সময় লাগেনি। তার জন্য গুয়াতেমালা গোলকিপার নিকোলান হেগেনকে কৃতিত্ব দিতে হবে। সতীর্থের সঙ্গে বল দেওয়া নেওয়া করতে গিয়ে ভুলে আনমার্কড মেসির পায়ে বল ঠেলে দেন হেগেন। সেই বলটি মুহূর্তেই জালে পাঠান ৮বারের ব্যালন ডি অর জয়ী। যা ছিল তার ১০৭তম আন্তর্জাতিক গোল।
তার পর অবশ্য চাপ তৈরি করতে পেরেছিল গুয়াতেমালা। যার ফলে ব্যবধান বাড়তে সময় লাগছিল। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে স্কোর ২-১ হয়েছে। স্পট কিকের জন্য মেসি নির্বাচিত ছিলেন। তার জায়গায় সেটা নিয়েছেন লাউতারো মার্তিনেজ। দলীয় নৈপুণ্যে আর্জেন্টিনার তৃতীয় গোল আসে ৬৬ মিনিটে। মেসির টাচ থেকে ক্লোজ রেঞ্জ ফিনিশিংয়ে জাল কাঁপান মার্তিনেজ।
৭৭ মিনিটে ম্যাচের শেষ ও নিজের জোড়া গোলটি করেছেন মেসি। অ্যাঙ্গেল ডি মারিয়ার থ্রু বল ধেরে গোলকিপারকে বোকা বানাতে হালকা উঁচিয়ে শট নিয়েছেন।