X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২
এমবাপ্পের নাক দিয়ে রক্ত ঝরলো

আত্মঘাতী গোলে জিতলো ফ্রান্স

স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০২৪, ০৩:২৯আপডেট : ১৮ জুন ২০২৪, ১৩:৫৭

ম্যাচের শেষ দিকে দলের বড় তারকা কিলিয়ান এমবাপ্পের নাক দিয়ে রক্ত ঝরেছে। এর এক মিনিট পর অনুমতি না নিয়ে মাঠে ঢুকে রেফারির কাছ থেকে হলুদ কার্ড দেখলে দিদিয়ের দেশম তাকে তৎক্ষণাৎ তুলে নেন। এতে করে অবশ্য ফ্রান্সের তেমন কোনও সমস্যা হয়নি। এমবাপ্পে যা করার তা আগেই মাঠে করে দিয়ে এসেছেন। ইউরো চ্যাম্পিয়নশিপে অস্ট্রিয়ার বিপক্ষে ১-০ গোলে ফ্রান্সের জয়ে রিয়াল মাদ্রিদে সদ্য যোগ দেওয়া ফরোয়ার্ডের অন্যতম অবদান। আত্মঘাতী গোলে আসা জয়ে আছে এমবাপ্পের অ্যাসিস্ট। 

ডুসেলডর্ফে প্রথম ম্যাচে আবার মাইলফলকের স্পর্শ ছুঁয়েছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। এই ম্যাচ জিতে কোচ হিসেবে শততম জয়ের কীর্তি গড়েছেন। কোচ ও খেলোয়াড় হিসেবে দ্বিতীয় ইউরো জয়ের কীর্তি গড়ার সামনে এবার প্রথম ম্যাচটা উৎরে গেছেন।

দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্স এবারও ইউরো চ্যাম্পিয়নশিপে অন্যতম ফেভারিট দল। তবে অস্ট্রিয়ার বিপক্ষে শুরুতে আক্রমণাত্মক খেললেও গোল আসছিল না। লক্ষ্যে একাধিক শট নিয়েও গোলবঞ্চিত থাকতে হয়েছে। অস্ট্রিয়াও পারেনি লক্ষ্যভেদ করতে।

গ্রিজমান-থুরামরা শুরুতে সুযোগ নষ্ট করছিলেন। তবে ৩৮ মিনিটে ফ্রান্স এগিয়ে যায়। এমবাপ্পের ডানপ্রান্তের ক্রসে অস্ট্রিয়ার ডিফেন্ডার ওবার হেড করে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন!

৫৫ মিনিটে এমবাপ্পে নিজেই বক্সের ভেতরে ঢুকে আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে শট নিলেও তা পোস্টের বাইরে দিয়ে গিয়ে সমর্থকদের হতাশ করে।

এরপর ৬৬ ও ৬৭ মিনিটে দুটি সুযোগ থেকে গোল ব্যবধান বাড়াতে পারেনি দেশমের দল। গ্রিজমান-থুরামরা আবারও ঠিকানা খুঁজে না পেলে ফ্রান্সের ব্যবধান বাড়েনি। যদিও শেষের দিকে এমবাপ্পের রক্তঝরা জার্সি অন্যরকম বার্তা দিচ্ছিলো। তাতে করে ফ্রান্সের জয় আটকে থাকেনি।

/টিএ/আরআইজে/
সম্পর্কিত
ক্লাব বিশ্বকাপডর্টমুন্ডের বিপক্ষে রিয়ালের প্রথম একাদশে কি থাকবেন এমবাপ্পে?
জুভেন্টাসের বিপক্ষে এমবাপ্পেকে পাচ্ছে রিয়াল মাদ্রিদ?
পিএসজির বিরুদ্ধে হয়রানির অভিযোগে আইনি লড়াইয়ে এমবাপ্পে
সর্বশেষ খবর
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে