X
বুধবার, ০৭ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

জার্মানির বিশ্বকাপ জয়ী মুলারের অবসর

স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই ২০২৪, ১৬:১৩আপডেট : ১৫ জুলাই ২০২৪, ২১:০৭

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন থমাস মুলার। জার্মানি জাতীয় দলের সঙ্গে ১৪ বছরের সম্পর্কের অবসান ঘটালেন তিনি।

ইউরোতে কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নেওয়া ম্যাচটিই মুলারের শেষ। স্টুটগার্টে ওইদিন ফুলটাইমের বাঁশি বাজার পর আবেগপ্রবণ হয়ে ওঠেন তিনি। 

ইউটিউবে পোস্ট করা ভিডিওতে মুলার বলেছেন, ‘১৪ বছর আগে জার্মান জাতীয় দলের সঙ্গে যখন আমি প্রথম ম্যাচ খেললাম, তখন আমি এসবের স্বপ্নও দেখিনি। দুর্দান্ত কিছু জয় এবং তিক্ত হার। চমৎকার সব সতীর্থদের নিয়ে সেরাদের বিপক্ষে লড়েছি, তাদের সঙ্গে আমার কিছু অবিস্মরণীয় মুহূর্ত আছে। মাঠে তোমাদের ভালোবাসা পেয়েছি, যে কারণে আমার দেশের হয়ে খেলতে সবসময় গর্ববোধ করেছি। আমরা একসঙ্গে উদযাপন করেছি এবং মাঝেমধ্যে একসঙ্গে কেঁদেছি। আমি জাতীয় দলের ভক্ত ও সতীর্থদের সবা ইকে ধন্যবাদ জানাই।’

তিনি আরও বলেন, ‘বছরের পর বছর ধরে আপনাদের সমর্থনের জন্য ধ্যনবাদ। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দলের জন্য আপনাদের উৎসাহ অব্যাহত রাখুন। স্ট্যান্ড থেকে ভক্ত হিসেবে আমি এখন সেটাই করবো এবং খেলোয়াড় হিসেবে আর মাঠে থাকছি না। বিদায়।’

বয়সভিত্তিক দল থেকে উঠে আসা মুলারের আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় ২০১০ সালে। অ্যালিয়েঞ্জ এরেনায় আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি ১-০ গোলে হেরে যায় জার্মানি।

ওই বছরের শেষ দিকে বিশ্বকাপ দলে ডাক পান মুলার। প্রথম মেজর টুর্নামেন্টে যৌথভাবে শীর্ষ গোলদাতা হন ছয় ম্যাচে পাঁচ গোল করে। ওইবার স্পেনের কাছে হেরে সেমিফাইনালে বিদায় নেয় জার্মানরা।

পশ্চিম জার্মানি জন্ম নেওয়া মুলার বিশ্বকাপের ১৯ ম্যাচে ১০ গোল করেছেন। প্রতিযোগিতার সর্বকালের শীর্ষ গোলদাতার তালিকায় যৌথভাবে দশম স্থানে তিনি।

আন্তর্জাতিক ক্যারিয়ারে চারটি করে বিশ্বকাপ ও ইউরো খেলেছেন মুলার। সবশেষ ইউরোতে বেঞ্চ থেকে উঠে এসে মোট ৫৬ মিনিট খেলেছেন। 

২০১৪ সালে ঐতিহাসিক বিশ্বকাপ জয়ী জার্মানির স্কোয়াডে ছিলেন মুলার। ব্রাজিলে বিশ্বকাপ জয়ের পথে মুলার পর্তুগালের বিপক্ষে হ্যাাটট্রিকসহ পাঁচ গোল করেন।

বিশ্বকাপে গোলমুখের সামনে দুর্দান্ত হলেও ইউরোতে ১৭ ম্যাচ খেলে কখনও গোল পাননি মুলার। জার্মানির হয়ে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ১৩১ ম্যাচ খেলেছেন। জাতীয় দলের যৌথ পঞ্চম সর্বোচ্চ ৪৫ গোল করেছেন। তার উপরে আছেন মিরোস্লাভ ক্লোসা, গার্ড মুলার, লুকাস পোডলস্কি ও রুডি ভোলার।

/এফএইচএম/
সম্পর্কিত
ব্রাজিলের কোচ হওয়ার পথে আনচেলত্তি
মানসিক স্বাস্থ্যের জন্য ফুটবল থেকে দূরে থাকার সিদ্ধান্ত সাবেক ব্রাজিল কোচের 
রিয়ালে কোচ হয়ে ফিরছেন ক্লপ?
সর্বশেষ খবর
গুজরাটের কাছে হারের পর বড় শাস্তি পেলো মুম্বাই
গুজরাটের কাছে হারের পর বড় শাস্তি পেলো মুম্বাই
মিয়ানমারের ৪০ নাগরিককে ফেরত পাঠালো বাংলাদেশ
মিয়ানমারের ৪০ নাগরিককে ফেরত পাঠালো বাংলাদেশ
ভারত-পাকিস্তান পরিস্থিতিতে আ. লীগ দেশে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত করছে: এনসিপি
ভারত-পাকিস্তান পরিস্থিতিতে আ. লীগ দেশে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত করছে: এনসিপি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতি চেষ্টার ঘটনায় ৫ জন গ্রেফতার 
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতি চেষ্টার ঘটনায় ৫ জন গ্রেফতার 
সর্বাধিক পঠিত
বন্ধ হচ্ছে সব ধরনের আন্দোলন-সংগ্রাম কর্মসূচি
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইনবন্ধ হচ্ছে সব ধরনের আন্দোলন-সংগ্রাম কর্মসূচি
ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
পাকিস্তানে ভারতের হামলাফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
তালা উপজেলার সেই ইউএনওকে রংপুরে বদলি
তালা উপজেলার সেই ইউএনওকে রংপুরে বদলি
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা