আগেই শিরোপার সুবাস পাচ্ছিল আবাহনী লিমিটেড। আজ অনূর্ধ্ব-১৮ ফুটবল লিগে পুলিশ এফসিকে ১-০ গোলে হারিয়ে সেটা নিশ্চিত করেছে তারা। তাতে এক ম্যাচ হাতে রেখেই আকাশী-নীল জার্সিধারিরা শিরোপা উৎসব করেছে।
আবাহনী ৭ ম্যাচের সবগুলো জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফর্টিস এফসি ১৬ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। শেষ ম্যাচে আবাহনী পয়েন্ট হারালেও শিরোপায় কেউ ভাগ বসাতে পারবে না।
বসুন্ধরা কিংস এরেনায় সন্ধ্যার ম্যাচে আবাহনীর জয়ের নায়ক ১০ নম্বর জার্সিধারি সিফাত হোসেন। ম্যাচের ৬৭ মিনিটে জয়সূচক গোলটি আসে। সতীর্থের ক্রসে স্ট্রাইকার প্লেসিং করে দেন তিনি।
রেফারির শেষ বাঁশি বাজতেই উৎসব শুরু হয়ে যায় আবাহনীর খেলোয়াড়দের। দলটির সহকারী কোচ প্রানতোষ দাশ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সবার পরিশ্রমের ফসল এই শিরোপা। আমরা সবাই অনেক খুশি। অনেক দিন পর বয়সভিত্তিক পর্যায়ে ট্রফি নিশ্চিত হয়েছে। এর আগে প্রথম আসরে এসেছিল।’