X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ভুটানে কঠিন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫৪

নেপালে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এবার অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ভুটান যাচ্ছে লাল সবুজ দল। এই আসরেও শিরোপায় চোখ। তবে থিম্পুতে গিয়ে একদিন পরই মাঠের লড়াইয়ে নামতে হচ্ছে বাংলাদেশকে। তাই অল্প সময়ে উচ্চতা ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে লড়াই করাটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আজ সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্য ও প্রস্তুতির কথা জানিয়েছেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল ও কোচ সাইফুল বারী টিটু।

বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। গ্রুপের অন্য দুই  প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ। গতবার ভারতের বিপক্ষে অনূর্ধ্ব-১৬ সাফে ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল বাংলাদেশের। এবার প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আগামী ২০ সেপ্টেম্বর মুখোমুখি হবে এই দুই দল।

তবে প্রথম ম্যাচে জিতে সেমিফাইনালের পথে এগিয়ে থাকতে চান দলের অধিনায়ক নাজমুল। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমরা দীর্ঘ একমাস ধরে আমাদের হেড কোচ, অ্যাসিসট্যান্ট কোচের সঙ্গে কাজ করছি। আমরা সবার নিজেদর দুর্বলতাগুলো কাটিয়ে এগিয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টা করছি। অনূর্ধ্ব-১৬ সাফে আমরা ভারতের কাছে ফাইনালে হেরে রানার্সআপ হয়েছিলাম। এবার আমরা নিজেদের শক্তি-দুবর্লতা নিয়ে কাজ করেছি। প্রথম ম্যাচ যেহেতু ভারতের বিপক্ষে, আমরা ওই ম্যাচটা ভালো করলে এগিয়ে থাকবো। দ্বিতীয় ম্যাচে আমাদের প্রতিপক্ষ মালদ্বীপ। প্রথম ম্যাচে জয় পেলে আমরা সেমিফাইনালে পথে এগিয়ে থাকবো।’

ভুটানে পৌঁছে অনুশীলন কিংবা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার খুব বেশি সময় পাচ্ছে না বাংলাদেশ দল। এটা একটা চ্যালেঞ্জ বলে মনে করছেন দলে কোচ সাইফুল বারী টিটু, ‘আমরা মোটামুটি চার সপ্তাহ ধরে অনুশীলন করেছি। গ্রুপের প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। আমরা ১৮ তারিখ ভুটান পৌঁছে ২০ তারিখে একটা ম্যাচ খেলবো। আবার ২২ তারিখ মালদ্বীপের বিপক্ষে খেলবো। গ্রুপের দুটি ম্যাচই আমাদের খুব অল্প সময়ের মধ্যে খেলতে হবে। এজন্য আমরা চেষ্টা করেছি ফিজিক্যালি সর্বোচ্চ ফিটনেস যেন থাকে।’

ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ নিয়ে তার কথা, ‘গ্রুপের প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ণ। ভারতের কাছে অনূর্ধ্ব-১৬ সাফে আমরা ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া করেছি। ভারতের বিপক্ষে আগের দলকে মাথায় রেখেই আমরা প্রস্তুতি নিয়েছি। কারণ অনূর্ধ্ব-১৬ সাফের দলটাই এখন অনূর্ধ্ব-১৭ সাফে খেলবে। সেই হিসেব করেই আমরা প্রস্তুতি নিয়েছি। আর প্রথম ম্যাচের পরেই প্রতিপক্ষের সামর্থ্য নিয়ে একটা ধারণা হয়ে যাবে।’

/টিএ/এফএইচএম/

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিবিএসকে স্বাধীনভাবে তথ্য প্রকাশের ক্ষমতা দিলো সরকার
বিবিএসকে স্বাধীনভাবে তথ্য প্রকাশের ক্ষমতা দিলো সরকার
আ. লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে ইলিয়াস কাঞ্চনের জেপিবির একাত্মতা
আ. লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে ইলিয়াস কাঞ্চনের জেপিবির একাত্মতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
কারাগারে আইভী
কারাগারে আইভী
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ