X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

আগে গোল করেও জিততে পারলো না বাংলাদেশ, শঙ্কায় সেমিফাইনাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২৪, ২০:২৮আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ২০:২৮

শুরু থেকে ম্যাচে দাপট দেখালো বাংলাদেশ। তবে ফিনিশিং দুর্বলতায় একটির বেশি গোল এলো না।  মালদ্বীপ পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে ধারার বিপরীতে গোল শোধ করলে হতাশ হতে হয় বাংলাদেশকে।  তাতে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে লাল সবুজ দলের খেলা পড়ে গেলো শঙ্কায়। ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে।

ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে এই টুর্নামেন্টে ভারত ৩ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে। ১টি করে পয়েন্ট বাংলাদেশ ও মালদ্বীপের। গ্রুপের শেষ ম্যাচে আগামী মঙ্গলবার মুখোমুখি হবে প্রতিযোগিতার শিরোপাধারী ভারত ও মালদ্বীপ। এ ম্যাচের ফলের ওপর নির্ভর করবে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালের টিকেট পাবে কোন দুই দল। ভারতের বিপক্ষে ড্র করলেও সেরা চারে উঠবে মালদ্বীপ।

শুরু থেকে মালদ্বীপের রক্ষণে হানা দিতে থাকে বাংলাদেশ। ১২ মিনিটে অপু রহমানের দুর্বল সাইড ভলি গোলকিপারকে ফাঁকি দিতে পারেনি। একটু পর সতীর্থের কাটব্যাকে ছোট বক্সের একটু ওপর থেকে মোর্শেদ আলির শট ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হয়।

২৪ মিনিটে কর্নারের পর জালে বল জড়ালেও অফসাইডের কারণে গোল পায়নি বাংলাদেশ। ৩৭ মিনিটে সতীর্থের ক্রস ছোট বক্সের ভেতরে নাজমুল হুদা ফয়সাল বুক দিয়ে বল নামালেও শট নিতে পারেননি, তার আগেই ক্লিয়ার করেন মালদ্বীপের এক খেলোয়াড়।

বিরতির আগেও প্রতিপক্ষের বক্সে বেশ চাপ দেয় বাংলাদেশ, কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতায় গোল পাওয়া হয়নি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই কাঙিক্ষত গোলের দেখা পায় বাংলাদেশ। বক্সের ঠিক উপর থেকে মোর্শেদের বাঁ পায়ের বাঁকানো শট গোলকিপারকে ফাঁকি দিয়ে জড়ায় জালে।

ব্যবধান দ্বিগুণ হতে পারতো ৬৮ মিনিটে। মোর্শেদের ক্রসে জালে বল জড়িয়েছিলেন অপু, কিন্তু এর আগে ফাউল হওয়ায় বাজে রেফারির বাঁশি।

৭৯ মিনিটে সমতায় ফেরে মালদ্বীপ। সতীর্থের লম্বা ক্রস দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন অধিনায়ক মোহাম্মদ ইলান ইমরান।

৮৪ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট হয় বাংলাদেশের। সতীর্থের ক্রসে রিফাত কাজীর ব্যাক হিল ফ্লিকের পর গোলমুখ থেকে টোকা দিতে পারেননি মোর্শেদ।

দুই মিনিট পর হতাশা বাড়ান অধিনায়ক নাজমুল। গতি দিয়ে ডিফেন্ডারকে পেছনে ফেলে আগুয়ান গোলকিপারকে কাটানোর পর বাইরের জাল কাঁপান তিনি।

যোগ করা সময়েও বাংলাদেশের দুটি প্রচেষ্টা আটকে মালদ্বীপকে ড্র এনে দেন গোলকিপার।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক