X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

নেইমার বললেন, ‘২০২৬ বিশ্বকাপই আমার শেষ’

স্পোর্টস ডেস্ক
০৯ জানুয়ারি ২০২৫, ১১:১১আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১১:১৫

অনেক দিন ধরে খেলার মাঝে ছিলেন না নেইমার। ব্রাজিলিয়ান এই তারকা এবার জানালেন, নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা। ২০২৬ সালের আসরেই শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তিনি। 

আক্রমণভাগের ৩২ বছর বয়সী খেলোয়াড় এক বছরেরও বেশি সময় খেলার মাঝে নেই। সিএনএন-কে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ জানি এটাই হতে যাচ্ছে আমার শেষ বিশ্বকাপ। বলতে পারেন শেষ সুযোগ। এই আসরে খেলার জন্য সব রকমের চেষ্টাই করবো।’

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবারের বাছাই পর্বে ভীষণভাবে ধুঁকছে। ১২ রাউন্ড শেষে ১০ দলের গ্রুপে তারা এখন পাঁচে অবস্থান করছে। যেখানে শীর্ষ ৬ দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। কিন্তু সাতে থাকা বলিভিয়ার চেয়ে মাত্র ৫ পয়েন্টে এগিয়ে আছে সেলেসাওরা। তার পরেও নিজের দলকে নিয়ে আত্মবিশ্বাসী নেইমার। তিনি মনে করেন, ‘আমার দলের ওপর অনেক আস্থা আছে। যেসব ছেলে উঠে আসছে তাদের ওপরও। অবশ্য যেখানে দল রয়েছে, আমরা সেখানে থাকার মতো না।’

নেইমার মনে করেন এখনও দেড় বছর আছে। সবাই মিলে কাজ করলে বড় কিছু অর্জন সম্ভব, ‘সবাই মিলে কাজ করলে আমার মনে হয় বড় কিছু পাওয়া সম্ভব। আমাদের দেড় বছরের মতো সামনে আছে। বিশ্বকাপে যেতে সঠিক কিছু করতে এই সময়েই কাজ করতে হবে।’    

বাছাই পর্বে চারটি ম্যাচে খেলেছেন নেইমার। কিন্তু ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় চোট নিয়ে মাঠ ছেড়ে যান তিনি। তার পর তো হাঁটুর ইনজুরিতে বছরের মতো বাইরেই ছিলেন। গত অক্টোবর-নভেম্বরে অল্প সময়ের জন্য ফিরলেও আবার হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন। তার পর থেকে খেলার মাঝে নেই। নেইমার বলেছেন তার লক্ষ্য এখন আগামী বিশ্বকাপ, ‘আমি ওই বিশ্বকাপে থাকতে চাই। সেরাটা দিতে সব চেষ্টা করবো আমি। ব্রাজিল দলে থাকতে কঠোর পরিশ্রম করবো।’

/এফআইআর/ 
সম্পর্কিত
সান্তোসে নেইমারের নতুন চুক্তি
ভিনিসিয়ুসের গোলে আনচেলত্তির ব্রাজিল বিশ্বকাপে
করোনা আক্রান্ত নেইমার 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল