লিওনেল মেসি সবশেষ ট্রফি জিতেছেন সাপোর্টার্স শিল্ডে। ইন্টার মায়ামির হয়ে রেকর্ড গড়া ৪৬তম ট্রফি হাতে নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এবার আটবারের ব্যালন ডি’অর জয়ীর ক্যাবিনেটে আরও তিনটি নতুন ট্রফি শোভা পেলো। তার তিন ছেলে মায়ামির হয়ে ৩টি ট্রফি জিতেছেন।
ফ্লোরিডা ক্লাবের সঙ্গে বর্তমান চুক্তির শেষ মেয়াদে আছেন মেসি। আর এক বছর তা বাড়ানোর সুযোগ আছে। এরই মধ্যে তিনি দেখলেন তিন ছেলেকে ট্রফি জিততে।
মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো সানশাইন স্টেটে ওয়েস্টন কাপের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তাদের তিন ছেলে থিয়াগো, মাতেও ও সিরো মায়ামির জার্সিতে তাদের নিজেদের বয়সভিত্তিক ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন।
ক্যাপশনে লেখা, ‘তিন চ্যাম্পিয়ন’। মেসির চোখেমুখে আনন্দের ঢেউ। মাঠেই তিন ছেলেকে খেলতে দেখেছেন বিশ্ব চ্যাম্পিয়ন অধিনায়ক। বুধবার তারও খেলার কথা ছিল। কিন্তু তীব্র শীতের কারণে কানসাস সিটিতে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে স্পোর্টিং কেসির সঙ্গে মায়ামির খেলা ২৪ ঘণ্টা পেছানো হয়।