বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব শুরু হলো শুক্রবার। ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ৩-০ গোলে জিতে লিগের শীর্ষে আরও শক্ত অবস্থান নিলো তারা।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার দশম রাউন্ডের খেলায় জিতেছে মোহামেডান। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। এক ম্যাচ কম খেলে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী। চিরপ্রতিদ্বন্দ্বীর চেয়ে সাত পয়েন্টে এগিয়ে গেলো সাদা কালো জার্সিধারীরা। এই ওয়ান্ডারার্সকেই ৬-০ গোলে উড়িয়ে লিগ শুরু করেছিল মোহামেডান।
হার দিয়ে লিগের প্রথম পর্ব শেষ করা মোহামেডান ৩৮তম মিনিটে লিড নেয়। চোখ ধাঁধানো ফ্রি কিকে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন মোজাফ্ফর মোজাফ্ফরভ।দ্বিতীয় গোলের দেখা তারা পায় ৮১তম মিনিটে। মোজাফ্ফরভের হেড রক্ষণ দেয়ালে লাগার পর বক্সে বল পেয়ে যান রাহিম উদ্দিন। বদলি এই মিডফিল্ডারের বাঁকানো শট গোলরক্ষকের হাতের নিচ দিয়ে জড়ায় জালে।
আট মিনিট পর সুলেমানে দিয়াবাতের গোলে। ডান দিক থেকে আসা আড়াআড়ি ক্রসের নাগাল পাননি শাকিল। বল চলে যায় দিয়াবাতের পায়ে। ঠাণ্ডা মাথায় জালে বল জড়ান মোহামেডান অধিনায়ক।
দিনের আরেক ম্যাচে ময়মনসিংহে দানিলো কুইপাপার একমাত্র গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে পুলিশ এফসি। তাতে লিগে জামাল ভূঁইয়ার ব্রাদার্স অভিষেক হয়েছে মলিন। আবাহনীর সঙ্গে চুক্তিসংক্রান্ত জটিলতায় লিগের প্রথম ভাগে খেলতে পারেননি এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সাতে পুলিশ।
বসুন্ধরা কিংস অ্যারেনায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ৩-১ গোলে হারিয়েছে ফর্টিস এফসি। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট তাদের। হেরে যাওয়া রহমতগঞ্জ ও ব্রাদার্সের পয়েন্ট ১৫ করে।