এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ২৫ মার্চের ম্যাচকে সামনে রেখে জামাল- মোরসালিনরা প্রস্তুতির জন্য আজ বুধবার দুপুরে সৌদি আরব রওনা হয়েছেন। ২৮ জন খেলোয়াড়ের যাওয়ার কথা থাকলেও ডিফেন্ডার রহমত মিয়া ভিসা জটিলতায় যেতে পারেননি।
জেদ্দা থেকে বাংলাদেশ দল যাবে তায়েফে; সেখানে হবে আবাসিক প্রস্তুতি।
বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা বসুন্ধরা কিংস অ্যারেনায় চতুর্থ দিনের অনুশীলনের ফাঁকে বলেছেন, 'প্রায় পাকাপাকি হয়ে গেছে আমাদের প্রস্তুতি ম্যাচ খেলার বিষয়টি। খুব সম্ভবত সুদানের সঙ্গে একটা ম্যাচ খেলবো। তবে আমি আরও দুটি ম্যাচ খেলতে চাই। ইতোমধ্যে একটা ম্যাচ খেলার বন্দোবস্ত হয়েছে, আশা করি আরও দুটি হবে। সুদানের সঙ্গে একটা বেশি ম্যাচ খেলা সম্ভব নয়। আমি যদি ভুল না জেনে থাকি, তাহলে ওরা ১০ মার্চে চলে যাবে সৌদি থেকে, যেহেতু তারা ১৭ তারিখ সেনেগালের সঙ্গে খেলবে। আমাদের সঙ্গে খেলবে ৮ মার্চ।'