এবার স্থানীয় খেলোয়াড়দের নিয়ে দারুণ খেলছে আবাহনী লিমিটেড। মোহামেডানের পরই তাদের অবস্থান। এবার লিগে দ্বিতীয় পর্বে একটি ম্যাচ হয়েছে। বাকি ম্যাচগুলোর জন্য আকাশী-নীল জার্সিধারীরা দুজন বিদেশি আনছে। এরই মধ্যে আগে খেলে যাওয়া ব্রাজিলিয়ান রাফায়েল অগাস্তো আগের দিন রাতে এসে অনুশীলনও শুরু করে দিয়েছেন। কাল আসছেন আরেক অভিজ্ঞ নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ওগবাহ।
দুই বিদেশি খেলোয়াড়ের অন্তর্ভুক্তি নিয়ে আবাহনী লিমিটেডের ম্যানেজার সত্যজিত দাশ রুপু বাংলা ট্রিবিউনকে বলেছেন, 'আমরা দুই বিদেশি খেলোয়াড় নিয়েছি। দুজনই অভিজ্ঞ ফুটবলার। আগে খেলার অভিজ্ঞতা রয়েছে। আশা করছি স্থানীয় ও বিদেশি খেলোয়াড়দের নিয়ে আমরা মৌসুমের বাকি ম্যাচগুলোতে আরও ভালো পারফর্ম করে দেখাতে পারবো।'
এরই মধ্যে আবাহনী ফেডারেশন কাপে কোয়ালিফায়ারে পৌঁছে গেছে। লিগেও সাফল্য পাওয়ার অপেক্ষা।
এদিকে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসও শক্তি বাড়াতে চার বিদেশি নিশ্চিত করেছে। মৌসুমের বাকি সময়ের জন্য আর্জেন্টিনা থেকে উড়িয়ে এনেছে হুয়ান লেসকানোকে। ৩২ বছরের এই স্ট্রাইকারের বেড়ে ওঠা রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের যুব দলে। দলের সঙ্গে অনুশীলনও করছেন লেসকানো।