X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

বিবাদের পর বেলজিয়াম দলে ফিরেছেন কুর্তোয়া 

  স্পোর্টস ডেস্ক
১৫ মার্চ ২০২৫, ১১:৩৯আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১২:১৫

ঝামেলাটা হয়েছিল গত ইউরোর বাছাই টুর্নামেন্টে। তখনকার কোচ ডমেনিকো তেদেস্কোর সঙ্গে বিবাদে জড়িয়ে বেলজিয়াম দলের ক্যাম্প ছেড়ে যান থিবো কুর্তোয়া। সেই বিবাদ চূড়ান্ত মাত্রায় গেলে বেলজিয়াম গোলকিপার জানিয়ে দেন, যতদিন তেদেস্কো দায়িত্বে থাকবেন, দলে ফিরবেন না তিনি! সেই তেদেস্কের চলে যাওয়ার পর রিয়াল মাদ্রিদের এই গোলকিপারের ফেরাটা ছিল সময়ের ব্যাপার। শেষ পর্যন্ত নতুন কোচ রুডি গার্সিয়ার নেশন্স লিগ উপলক্ষে ঘোষিত বেলজিয়াম দলটিতে ফিরেছেন অভিজ্ঞ এই গোলকিপার।  

কুর্তোয়ার সঙ্গে আগের কোচের সঙ্গে বিবাদের সূত্রপাত ২০২৪ ইউরোর প্রাক্কালে। তেদেস্কো পদ ছেড়েছেন গত জানুয়ারি। তার জায়গাতেই নতুন কোচ হিসেবে এসেছেন গার্সিয়া। এটা তার অধীনে ঘোষিত বেলজিয়ামের প্রথম দল।     

কুর্তোয়া নতুন কোচের দলে ডাক পাওয়া চার গোলকিপারের অন্যতম। তাদের মধ্যে নেই কুন কাস্তেলস! সর্বশেষ ইউরোয় বেলজিয়ামের প্রথম পছন্দের গোলকিপার ছিলেন তিনি। কিন্তু কুর্তোয়ার দলে ফেরার আলোচনায় জাতীয় দলে নির্বাচনের ক্ষেত্রে নিজেকে সরিয়ে নেন তিনি। 

আন্তর্জাতিক কোচিংয়ে এটাই গার্সিয়ার প্রথম দায়িত্ব। তার আগে ক্লাব পর্যায়ে কোচিং করিয়েছেন। তার মধ্যে রয়েছে নাপোলি, মার্শেই ও রোমা। 

আসন্ন নেশন্স লিগ প্লে-অফে বেলজিয়ামের প্রতিপক্ষ ইউক্রেন। 

বেলজিয়াম স্কোয়াড: 

গোলরক্ষক: থিবো কুর্তোয়া (রিয়াল মাদ্রিদ), সেন লামেন্স (রয়্যাল অ্যান্টওয়ার্প), ম্যাটজ সেলস (নটিংহ্যাম ফরেস্ট), মার্টেন ভান্ডেভুর্ত (আরবি লাইপজিগ)।

ডিফেন্ডার: টিমোথি ক্যাস্টানিয়ে (ফুলহ্যাম), জেনো ডেবাস্ট (স্পোর্টিং লিসবন), ডি কুইপার (ক্লাব ব্রুগে), কোনি ডে উইন্টার (জেনোয়া), ওয়াউট ফাস (লেস্টার সিটি), ব্র্যান্ডন মেশেলে (ক্লাব ব্রুগে), থমাস মিউনিয়ের (লিল), আর্থার থিয়াতে (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট)।

মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইনে (ম্যানচেস্টার সিটি), ব্রায়ান হেইনেন (রেসিং জেঙ্ক), জোর্থি মোকিও (আয়াক্স আমস্টারডাম), নিকোলাস রাসকিন (রেঞ্জার্স), ইউরি টিলেমানস (অ্যাস্টন ভিলা), হান্স ভানাকেন (ক্লাব ব্রুগে)।

ফরোয়ার্ড: চার্লস ডে কেটেলারে (আতালান্তা), জেরেমি ডোকু (ম্যানচেস্টার সিটি), মালিক ফোফানা (অলিম্পিক লিওঁ), রোমেলু লুকাকু (নাপোলি), ডোডি লুকেবাকিও (সেভিয়া), লোইস ওপেন্ডা (আরবি লাইপজিগ), আলেক্সিস সেলেমাকের্স (এএস রোমা), লিয়ান্দ্রো ট্রসার্ড (আর্সেনাল)।

/এফআইআর/
সম্পর্কিত
ব্রাজিলের কোচ হওয়ার পথে আনচেলত্তি
মানসিক স্বাস্থ্যের জন্য ফুটবল থেকে দূরে থাকার সিদ্ধান্ত সাবেক ব্রাজিল কোচের 
রিয়ালে কোচ হয়ে ফিরছেন ক্লপ?
সর্বশেষ খবর
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্থানীয়দের মতামতকে গুরুত্ব দিতে হবে: পরিবেশ উপদেষ্টা
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্থানীয়দের মতামতকে গুরুত্ব দিতে হবে: পরিবেশ উপদেষ্টা
জাহাঙ্গীরনগর থিয়েটারের ‘নাট্য উৎসব ২০২৫’
জাহাঙ্গীরনগর থিয়েটারের ‘নাট্য উৎসব ২০২৫’
বিদেশে পড়াশোনা ও চিকিৎসা খরচ পাঠানো সহজ হলো
বিদেশে পড়াশোনা ও চিকিৎসা খরচ পাঠানো সহজ হলো
সর্বাধিক পঠিত
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
সাগর-রুনি হত্যাকাণ্ডে অংশ নেয় ২ জন: প্রতিবেদন
সাগর-রুনি হত্যাকাণ্ডে অংশ নেয় ২ জন: প্রতিবেদন
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন