বেশিদিন হয়নি চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। খেলতে হয়েছিল ১২০ মিনিট! তার পর টাইব্রেকারে জিতেছে তারা। লম্বা সময় ধরে খেলার সেই প্রভাব পড়েছিল লা লিগায়। শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে ২-১ গোলে জয়ের পর ক্লান্তির কথা তুলে ধরে একপ্রকার হুমকি দিয়ে রাখলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। বলেছেন, দুই ম্যাচের মধ্যে ৭২ ঘণ্টার কম বিরতি কিংবা বিশ্রাম না দিলে ম্যাচই খেলবে না তারা।
ক্লান্তির ছাপ পড়েছিল বলে শুরুতেই ভিয়ারিয়ালের কাছে গোল হজম করে লস ব্লাঙ্কোস। তার পর অবশ্য কিলিয়ান এমবাপ্পের জোড়ায় তিন পয়েন্ট নিশ্চিত হয়েছে। কিন্তু ম্যাচে শিষ্যদের শারীরিক কন্ডিশনের ওপর বাড়তি চাপ পড়ায় সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আনচেলত্তি। তার ভাষায়, ‘আমার মনে হয় আজকেই শেষ, ৭২ ঘণ্টার আগে আর এভাবে কখনও ম্যাচ খেলবো না।’
চ্যাম্পিয়ন্স লিগ খেলে আসার পর পর্যাপ্ত সময় পাওয়া যায়নি বলেই ক্ষুব্ধ হয়েছেন আনচেলত্তি। সেই ক্লান্তির কথা এভাবেই তুলে ধরেন তিনি, ‘দল পুরোপুরি ক্লান্ত। এমনটা হওয়ারই কথা। আর এই জয়টা আমাদের দল এবং রসদ সম্পর্কেই একটা ধারণা দিচ্ছে।’
আনচেলত্তি জানিয়েছেন, তার ক্লাব লা লিগার কাছে সূচিজনিত ঝামেলা নিয়ে যোগাযোগ করেছিল।কিন্তু এখনও কোনও ধরনের সাড়া পাননি তারা।
পয়েন্ট টেবিলে তিন পয়েন্ট নিশ্চিত হওয়ায় রিয়াল মাদ্রিদ শীর্ষস্থানে ফিরেছে। তাদের সংগ্রহ ৬০ পয়েন্ট। দুইয়ে থাকা বার্সার চেয়ে তারা এগিয়ে তিন পয়েন্টে। রিয়াল অবশ্য দুই ম্যাচ বেশি খেলেছে। বার্সার ২৬ ম্যাচে সংগ্রহ ৫৭ পয়েন্ট।