X
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

গোলকিপার শ্রাবণের সঙ্গে ঝামেলার ‘গুঞ্জনে’ যা বললেন ফাহামিদুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ মার্চ ২০২৫, ১৭:০৩আপডেট : ২১ মার্চ ২০২৫, ১৭:২৭

এশিয়ান কাপ বাছাই পর্বে ২৫ মার্চ ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। লাল সবুজ দল গঠন নিয়ে নানান বিতর্ক হয়েছে। বিশেষ করে ইতালিতে খেলা ফাহামিদুল ইসলামের বাদ পড়া নিয়ে ক্রীড়ামোদীরা ক্ষুব্ধ। এ নিয়ে কোচ হাভিয়ের কাবরেরা ও ফাহামিদুল পরবর্তীতে নানা কথা বলেছেন। তবে ১৮ বছর বয়সী ফুটবলারকে এবার কথা বলতে হলো গোলকিপার মেহেদী হাসান শ্রাবণের সঙ্গে ঝামেলার গুঞ্জন নিয়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রাবণের সমালোচনা চলছে। তার সঙ্গে মাঠে বাগবিতণ্ডার কারণেই নাকি বাদ পড়তে হয়েছে সিরি ডি-তে খেলা ফরোয়ার্ডকে। এ নিয়ে আজ শুক্রবার ফাহামিদুল ফেসবুকে লিখেছেন, ‘আমি লক্ষ করলাম, খেলার মাঠ থেকে কিছু অভ্যন্তরীণ বিষয় নিয়ে সংবাদমাধ্যমে কিছু খবর ছড়িয়ে পড়ছে। দুর্ভাগ্যবশত, বিভিন্ন ধরনের তথ্য ছড়াচ্ছে, যার সবই সম্পূর্ণ সত্য নয়।’ 

তিনি আরও বললেন, ‘খেলাধুলায় ভুল বোঝাবুঝি হতে পারে। কিন্তু সেগুলো দলের মধ্যেই থাকা উচিত। কারণ প্রতিটি খেলোয়াড় খেলা এবং দেশের প্রতি নিবেদিতপ্রাণ।’ 

শ্রাবণের ব্যাপারে ফাহামিদুলের বক্তব্য, ‘মেহেদী হাসান শ্রাবণ দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছেন। তিনি একজন পেশাদার খেলোয়াড়, যিনি সবসময় দলের জন্য তার সেরাটা দিয়েছেন। কোনও খেলোয়াড়ই হুমকির মুখে পড়ার মতো নয়, বিশেষ করে ভক্তদের কাছ থেকে যারা কিনা তাদের প্রেরণার সবচেয়ে বড় উৎস।’ 

ভক্তদের প্রতি তার অনুরোধ, ‘ফুটবল ভক্ত হিসেবে, খেলোয়াড়দের পাশে দাঁড়ানো, তাদের প্রচেষ্টাকে সম্মান করা ও প্রতিটি চ্যালেঞ্জের মুহূর্তে তাদের সমর্থন করা গুরুত্বপূর্ণ। আসুন আমাদের খেলোয়াড়দের নিচে না নামিয়ে বরং উপরে রাখি।’

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমরা কেন নিজেদের মধ্যে লড়াই করবো: মির্জা ফখরুল
আমরা কেন নিজেদের মধ্যে লড়াই করবো: মির্জা ফখরুল
ম্যাক্সওয়েলের আইপিএল হয়তো শেষ!
ম্যাক্সওয়েলের আইপিএল হয়তো শেষ!
দুই পুলিশ কর্মকর্তার প্রত্যাহার চান খুলনার বিএনপির নেতারা
দুই পুলিশ কর্মকর্তার প্রত্যাহার চান খুলনার বিএনপির নেতারা
পদত্যাগে বাধ্য হলেন যশোর মিনিবাস মালিক সমিতির সম্পাদক
পদত্যাগে বাধ্য হলেন যশোর মিনিবাস মালিক সমিতির সম্পাদক
সর্বাধিক পঠিত
দুই মামলায় আসামিপক্ষে কুমিল্লা আদালতে কোনও আইনজীবীকে না দাঁড়ানোর নির্দেশ
দুই মামলায় আসামিপক্ষে কুমিল্লা আদালতে কোনও আইনজীবীকে না দাঁড়ানোর নির্দেশ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্রী কুড়িল থেকে উদ্ধার
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্রী কুড়িল থেকে উদ্ধার
উদ্ধার মর্টার শেল নিষ্ক্রিয় করতে বিস্ফোরণে কাঁপলো গোটা গ্রাম, অর্ধশত বাড়িঘর ক্ষতিগ্রস্ত
উদ্ধার মর্টার শেল নিষ্ক্রিয় করতে বিস্ফোরণে কাঁপলো গোটা গ্রাম, অর্ধশত বাড়িঘর ক্ষতিগ্রস্ত
বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু স্ত্রীকে ধর্ষণ ছাত্রদল নেতার
বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু স্ত্রীকে ধর্ষণ ছাত্রদল নেতার
প্যারোলে মুক্তি চান দীপু মনি
প্যারোলে মুক্তি চান দীপু মনি